বাংলাহান্ট ডেস্ক: বং গাই (Bong Guy) এবং সিনেবাপ (Cinebap), বাংলা ইউটিউব কমিউনিটির দুই জনপ্রিয় ইউটিউবার। দুজনেরই সাবস্ক্রাইবার সংখ্যা দেখার মতো। একজন বাংলা ইউটিউব কমিউনিটিকে জাতীয় স্তরে পরিচিতি দিয়েছেন, অন্যজন প্রাক্তন মীরাক্কেল প্রতিযোগী। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দুজনের মধ্যে টক্করও কম লাগেনা। এবার ফের তেমনি এক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বলে মত নেটনাগরিকদের।
ব্যাপারটা কী? আসলে কালীপুজোর আগে সদ্য পাওয়া উপহারের ছবি শেয়ার করেছেন বং গাই ওরফে কিরণ দত্ত (Kiran Dutta)। উপহার এসেছে অ্যাপল (Apple) কোম্পানির তরফে আর উপহারগুলোও দেখার মতোই। একটি আইফোন এবং এয়ারপড বিনামূল্যে পেয়েছেন কিরণ।
উপহারগুলোর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ভাই এটা কি জীবন আমার? অ্যাপল নিজে থেকে আজকে ফ্রীতে iPhone ১৪ Pro Max (১ TB) আর Airpods Pro পাঠিয়ে বলছে গিফট। আমি এখনো বুঝলাম না কেন!’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘স্বপ্নের কোলাব’।
কমেন্টে কিরণ আরো লিখেছেন, তিনি সাধারণত উপহার নেন না। কিন্তু অ্যাপলের থেকে পাওয়া উপহার আর না করতে পারেননি। ২ লাখ টাকা বেঁচে গেল, মন্তব্য কিরণের। উত্তরে বং গাইয়ের ‘বান্ধবী’ অন্তরা লিখেছেন, ‘এটাও লিখে দিও যে রিটার্ন গিফ্ট অ্যাপল চায়নি।’ কেউ লিখেছেন, দিলোই যখন জিজ্ঞাসা করে নিতে পারতে। তাহলে পছন্দের রঙটা দিতো। উত্তরে কিরণ জানিয়েছেন, পছন্দের কালো রঙটাই পেয়েছেন তিনি।
আরেকজন লিখেছেন, ‘ডাডা আপনার পোস্টে কমেন্টস করতে এখন ভয় লাগে। যদি বাবা-মা টেনে কিছু বলে দাও।’ উত্তরও দিয়েছেন কিরণ। স্পষ্ট লিখেছেন, ‘নোংরা কমেন্ট করলে ভয়ে থাকাই ভাল।’ অনেকে আবার বং গাইয়ের উপহার দেখে টেনেছেন সিনেবাপের প্রসঙ্গ।
আসলে দিন কয়েক আগে একটি ভিডিও সিনেবাপ মৃন্ময় দাবি করেন, তাঁর দেখাদেখি সবকিছু করেন কিরণ। তিনি গাড়ি কেনার পরেই বং গাইও গাড়ি কিনেছেন। ভিডিওর শেষে নতুন কেনা আইফোনও দেখিয়ে দেন মৃন্ময়। এবার কিরণ পালটা অ্যাপলের উপহার দেখিয়ে দিলেন। সিনেবাপ কোনো উত্তর দেন কিনা সেটাই দেখার।