‘বং গাই’ এর সঙ্গে জাহ্নবী কাপুর! শেষের মুখে ডবল চমক ‘দাদাগিরি’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘দাদাগিরি’র (Dadagiri) নবম সিজনটা অনেকদিন পর্যন্ত মনে থেকে যাবে দর্শকদের। কারণ অন‍্যান‍্য সিজনের তুলনায় এবারে অনেক বেশি হয়েছে তারকাদের পর্ব। টলিপাড়া এবং টেলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা, গায়ক, গায়িকাদের নিয়ে মঞ্চ মাতিয়েছেন সৌরভ গঙ্গোপাধ‍্যায়। এবার পালা ইউটিউবারদের।

বং গাই ওরফে কিরণ দত্ত (Kiran Dutta), তালপাতার সেপাই, জিরো ওয়াট খ‍্যাত সৌম‍্য ও তাঁর মা, গৌরব তপাদারের মতো জনপ্রিয় ইউটিউবাররা আসবেন দাদাগিরির মঞ্চে। আর সেখানেই বিশেষ অতিথি রূপে দেখা যেতে জাহ্নবী কাপুরকে। হালকা সবুজ শাড়িতে দাদাগিরির মঞ্চে শ্রীদেবী কন‍্যার ছবি ইতিমধ‍্যেই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।


সবুজ শাড়িতে সেজে আলাদা করে ফটোশুটও করেছেন জাহ্নবী। তবে হঠাৎ দাদাগিরির মঞ্চে তাঁর আগমন কী হবে উপলক্ষে তা অবশ‍্য জানা যায়নি। কিন্তু ইউটিউবারদের মাঝে কী ম‍্যাজিক তিনি ছড়ান সেটাই দেখার জন‍্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।


প্রসঙ্গত, আগামী এক দু মাস পরেই শেষ হবে ‘দাদাগিরি’। শেষ হতে চলেছে দাদাগিরির নবম সিজন। গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল এই সিজন। ইতিমধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় নিজেই খবরটা জানিয়েছেন সৌরভ। দাদাগিরির সেটের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আরেকটি সিজনের প্রায় শেষের দিকে’।


মে মাস পর্যন্ত শুটিং চলবে। তারপর জুন নাগাদ হবে দাদাগিরির ফিনালে পর্ব। চলতি সিজনে সাধারণ প্রতিযোগীদের থেকে বিনোদুনিয়ার তারকারা এবং ছোটদের নিয়েই বেশি পর্ব হয়েছে। মিঠাই, এই পথ যদি না শেষ হয়, অপরাজিতা অপু, সর্বজয়া, কড়িখেলা, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গৌরী এলো, উড়ন তুবড়ির মতো সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা খেলে গিয়েছেন দাদাগিরি।

টলিপাড়া থেকে এসেছেন নুসরত জাহান, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়, ঐন্দ্রিলা সেন, মনামী ঘোষ, রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায়, প্রিয়াঙ্কা সরকার, দিতিপ্রিয়া রায়, অনুপম রায়, হৈমন্তী শুক্লার মতো গায়ক গায়িকারাও।

সম্পর্কিত খবর

X