মাঝরাতে হঠাৎ বদল কেকে-র ফেসবুক পেজের প্রোফাইল পিকচার, এল চমকে দেওয়া বার্তা

বাংলাহান্ট ডেস্ক: দেড় মাস হয়ে গেল প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত গায়ক কেকে (KK)। কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন তিনি। গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়েন। তবুও সারাটা সন্ধ‍্যে মাতিয়ে হোটেল পৌঁছেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন কেকে।।হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

প্রিয় গায়কের মৃত‍্যুতে ভেঙে পড়েছিলেন সঙ্গীতপ্রেমী। বৃহপস্তিবার মধ‍্যরাতে আচমকাই তাদের জন‍্য এল অপ্রত‍্যাশিত চমক। বদলে গেল কেকের ফেসবুক অ্যাকউন্টের প্রোফাইল পিকচার। অনুষ্ঠানের মঞ্চে মাইক হাতে গান গাইছেন শিল্পী। ক‍্যামেরাবন্দি করা হয়েছিল মুহূর্তটা। সেটাই নতুন প্রোফাইল পিকচার রুপে শোভা পাচ্ছে কেকের ফেসবুক অ্যাকাউন্টে।

KK
ছবি বদলানোর সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে গিয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ‍্যে লাইক স‌ংখ‍্যা পৌঁছায় ৬০ হাজারে। এতদিন পর কেকের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচার কে বা কারা বদলালো তা ভাবতে ভাবতেই আসে একটি বড়সড় বার্তা।

কেকের পরিবারের তরফে একটি বড়সড় বার্তায় লেখা হয়েছে, ‘কেকে চেয়েছিলেন এই ছবিটি প্রোফাইল পিকচার করা হোক। তাই আমরা এখন তাঁর হয়ে সেটা করে দিলাম। আর এই সুযোগেই আমরা ভাবলাম সমস্ত কেকে ভক্তদের জানাই যে আমরা প্রতিদিন আরো ভাল হয়ে উঠছি। উনি অন‍্য ধরণের মানুষ ছিলেন। শুধু আপনাদের কাছে একজন পারফর্মার হিসাবে নয়, আমাদের কাছে একজন বাবা বা স্বামী হিসাবেও।’

বার্তায় আরো লেখা হয়েছে, কেকের মৃত‍্যুটা তাঁর পরিবারের কাছে সবথেকে বড় ক্ষতি ছিল। তাঁকে ছাড়া একটা দিন কাটানোর কথা এখনো ভাবা যায় না। কিন্তু তিনি যা ভালবাসতেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা করতে পেরেছিলেন‌। হলভর্তি শ্রোতা সব শিল্পীই চায়। কেকে সেটা সব সময় পেয়েছিলেন, বিশেষ করে তাঁর শেষ পারফরম‍্যান্সের সময়ে।

তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, যারা কেকে কে চিনতেন সবাই জানতেন যে তিনি একবার মঞ্চে উঠলে যতক্ষণ না মনে হত পারফরম‍্যান্স শেষ হয়েছে, ততক্ষণ নামতেন না। তাঁর শ্রেষ্ঠ গুণগুলোই চিরদিন কেকে কে শ্রোতাদের মাঝে অমর করে রাখবে।

Niranjana Nag

সম্পর্কিত খবর