বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ হয়ে গিয়েছে আইপিএল রিটেনশন পদ্ধতি। সকল ফ্রাঞ্চাইজি তাদের পুরোনো দল থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার ধরে রেখেছে। কিছু ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ চারজন ক্রিকেটারকেই রিটেন করেছে। কিছু ফ্র্যাঞ্চাইজি অকশনে তুলনামূলক বেশি টাকা নিয়ে নামার উদ্দেশ্যে রিটেন ক্রিকেটারের সংখ্যা তিন বা দুইতে নামিয়ে এনেছে। তার মধ্যে অনেক পরিকল্পনা করে এগিয়েছে শাহরুখ খানের কেকেআর।
নাইট-রা তাদের পুরোনো দল থেকে ফর্মে থাকা চার ক্রিকেটারকে ধরে রেখেছে। সেই ক্রিকেটারদের ছেড়ে দিলে অকশনে তাদের প্রচুর দর উঠতো তাতে সন্দেহ নেই। কিন্তু শেষপর্যন্ত তাদের রেখে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে কেকেআর। তাদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে কয়েকজন গত কয়েকবছর ধরে কলকাতার হুই সুনামের সঙ্গে আইপিএলে পারফর্ম করেছেন। এখানে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী-দের কথা বলা হয়েছে। তার সাথে গত মরশুমে দুরন্ত পারফরম্যান্স দেখানোর ফলস্বরূপ একজন তরুণ প্রতিভা হিসাবে ভেঙ্কটেশ আইয়ার-কে ধরে রেখেছে কেকেআর।
দীর্ঘদিন ধরেই রাসেল এবং নারায়ন নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে পারফরম্যান্স করেছেন। ফলে তাদের নতুন চুক্তিতে অফার করার কথা ভাবতে অসুবিধা হয়নি নাইট ম্যানেজমেন্টের। শোনা যাচ্ছে যে বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার আরও ভাল আর্থিক প্যাকেজের জন্য নিলামে নামতে আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বেশি সুযোগ দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে তাদেরকে ধরে রাখতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স।
কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই সন্তুষ্ট নন। গত আইপিএলে চোটের জন্য দীর্ঘদিন মাঠে নামতে পারেননি রাসেল। দেশের হয়েও ধারাবাহিক নন তিনি। তাই নিজের দিনে মারাত্মক হলেও তাকে নিয়ে চলা যায় না বলে মনে করছেন অনেকে। অপরদিকে সুনীল নারায়ণ গত আইপিএলে দুর্দান্ত বোলিং করলেও ভারতে আইপিএল আয়োজন হলে তিনি তখন ফের একইরকম পারফরম্যান্স করতে পারবেন কিনা, সেই নিয়েও সন্দেহ থেকেই যাচ্ছে।