বাংলা হান্ট ডেস্ক : IPL-র শুরুর থেকেই নজরে রয়েছেন তরুণ নাইট রিঙ্কু সিং। আসন্ন বিশ্বকাপের জন্য BCCI এর নজর রয়েছে তরুণ ফিনিশার রিঙ্কু সিং। গত বছর IPL-র মঞ্চ থেকেই তার উত্থান। একটার পর একটা দূর্ধর্ষ ম্যাচ খেলে ক্রিকেট ভক্তদের চোখের মণি হয়ে উঠেছেন তিনি। তবে কেবল আইপিএল নয়, জাতীয় দলের (India National Cricket Team) হয়েও দূর্দান্ত খেলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)।
তবে ভক্তদের অভিযোগ, চলতি মরশুমে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না রিঙ্কু সিং। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রায় সকলেই দারুণ রান করেছেন। নবাগত আংক্রিশও ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন গতকাল। সেখানে রিঙ্কু সিং একটি চার ও তিনটি ছয় সহ ৮ বলে মোট ২৬ রান করেছেন। রিঙ্কুর স্ট্রাইক রেট প্রায় ৩০০। এমন একজন ব্যাটসম্যানকে কেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছেনা? প্রশ্ন তুলছেন ভক্তরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হতেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই দল বাছাইয়ের কাজে লেগে পড়েছে টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ প্লেয়ারদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। এমন আবহে আসন্ন টি২০ বিশ্বকাপ স্কোয়াডে রিঙ্কু সিং-র জায়গা পাকা বলেই ধারণা করছিল ভক্তরা।
আরও পড়ুন : ভারতকে বানিয়েছিলেন বিশ্বজয়ী, এবার KKR-এ করছেন ধামাকা! চিনে নিন রঘুবংশীকে
এখানে বলে রাখা ভালো চলতি আইপিএল-র উপর বিশেষ নজর রয়েছে BCCI-র। বিশ্বকাপের জন্য এখান থেকেই ভালো প্লেয়ারদের তুলতে চাইছে নির্বাচকরা। এমতাবস্থায় রিঙ্কু সিং যদি সেভাবে খেলার সুযোগ না পায় তাহলে তার ব্যাটের ধার কতটা বজায় রইবে তা নিয়ে সন্দিহান ভক্তরাও। ভক্তদের মনে তো এটাও প্রশ্ন উঠছে যে, তাকে হয়ত ইচ্ছে করেই খেলানো হচ্ছেনা।
আরও পড়ুন : চেন্নাইয়ের শিরে সংক্রান্তি, ম্যাচ ছেড়ে বাংলাদেশ ছুটলেন মুস্তাফিজুর, অথৈ জলে CSK
গতকালকের ম্যাচের প্রসঙ্গ টেনে ভক্তরা বলছেন, মাত্র ৮ বলে তার ব্যাট থেকে এসেছে ২৬ রান। তার স্ট্রাইক রেট ৩০০ এর বেশি। আরও কয়েকটা বল বেশি খেললে রানও আসত। কেকেআরের তাবড় ব্যাটারদেরও এই হারে স্ট্রাইক রেট নেই বলে দাবি করেছেন ভক্তরা। এমন আবহে ভক্তরা চাইছেন শ্রেয়স আইয়ারের জায়গায় রিঙ্কুকে নামানো হোক।