বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখলেই যেন জ্বলে উঠছেন প্যাট কামিন্স। গত ম্যাচে ব্যাট হাতে ধারণ করেছিলেন সংহার মূর্তি। ১৪ বলে অর্ধশতরান করে চূর্ণ করেছিলেন মুম্বাইয়ের বোলারদের। আজ বল হাতে দেখালেন ভেলকি। তাকে যোগ্য সঙ্গত দেন অপর বিদেশি পেসার টিম সাউদি। দুজনের দাপটে ৫২ রানের ব্যবধানে মুম্বাইকে আজ মরশুমে দু বার হারালো কলকাতা নাইট রাইডার্স।
আজ দলে অনেকগুলি পরিবর্তন করেছিলেন শ্রেয়স আইয়ার। টসে হেরে ব্যাট করতে নামে কেকেআরের চলতি মরশুমের প্রথম দিকের ওপেনিং জুটি রাহানে এবং ভেক্টটেশ আইয়ার। রাহানে ইনিংস ধরে রাখছিলেন কিন্তু ২৫ রানেই মাত্র আউট হন। তার আগেই আগ্রাসী ব্যাটিং করে ২৪ বলে ৪৩ করে আউট হন ভেক্টটেশ। তিনি আউট হলে রানা কেকেআরের ইনিংসকে টানতে থাকেন।
কিন্তু রানাকে বাকি নাইট ব্যাটাররা খুব বেশি সাহায্য করতে পারেননি। তিনি ২৬ বলে ৪৩ করে ফিরলে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রিঙ্কু সিং। বুমরার দাপটের সামনে আজ পুরোপুরি কেকেআর লোয়ার মিডল অর্ডার। এক ওভারে তিন উইকেট নিয়ে একটি মেডেনও করেন বুমরা। সেইসঙ্গে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে মোট ৫ উইকেট নেন। চলতি আইপিএল মরশুমে এটি কোনও বোলারের সেরা বোলিং ফিগার। কিন্তু ড্যানিয়েল স্যামস বাদে আর কেউই রান আটকে রাখতে পারেননি। ফলে বুমরার অসাধারণ বোলিং সত্ত্বেও ১৬৫ রান বোর্ডে তোলে কেকেআর।
রান তাড়া করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ মুম্বাই ব্যাটিং লাইন আপ। ব্যতিক্রম ঈশান কিষান। তার ওপেনিং পার্টনার রোহিত শর্মা বিতর্কিত ভাবে আউট হয়ে ফেরার পর তিনিই একমাত্র ক্রিকেটার যিনি মুম্বাইয়ের হয়ে কিছুটা চেষ্টা করেছিলেন। ৪৩ বলে ৫১ রান করে কামিন্সের শিকার হন তিনি। বাকি ব্যাটারদের কেউই কোনও প্রভাব ফেলতে ব্যর্থ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স। তাকে যোগ্য সঙ্গত দিয়ে তিন ওভারে ১০ রান দিয়ে এক উইকেট নেন কিউয়ি পেসার টিম সাউদি। ২ উইকেট নেন রাসেল। তাদের দাপটে ১৮ ওভারের মধ্যে ১১৩ তে অলআউট হয়ে যায় মুম্বাই। জিতে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স।