অগ্নিপরীক্ষার ম্যাচে চেন্নাইকে হেলায় উড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিল কেকেআর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Riders) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 10 রানে হারিয়ে সমালোচকদের যোগ্য জবাব দিল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। অনেকেই কলকাতার টিম প্লানিং, অধিনায়কত্ব, এমনকি ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন তুলেছিন। সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

এইদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। শুরুতেই ওপেনার শুভমান গিলকে হারালেও পাওয়ার প্লে-তে দুর্দান্ত ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার কলকাতার হয়ে ওপেনিং করতে এসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন রাহুল ত্রিপাঠী, খেললেন 81 রানের ইনিংস। নির্ধারিত কুড়ি ওভার শেষে চেন্নাই সুপার কিংস এর কাছে 168 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স।

জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন চেন্নাই সুপার কিংসের ওপেনাররা। 50 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সিএসকের ওপেনার শেন ওয়াটসন। এছাড়াও তাকে যোগ্য সঙ্গ দেন আম্বাতি রাইডু। তবে এইদিন শিবম মাভির বলে দ্রুত আউট হয়ে যান ফর্মে থাকা ফ্যাক ডু’প্লেসি। এছাড়া আর কোন চেন্নাইয়ের ব্যাটসম্যান এইদিন জ্বলে উঠতে পারেনি। শেষের দিকে নেমে 8 বলে 21 রান ইনিংস খেললেও দলকে ম্যাচে জেতাতে ব্যর্থ রবীন্দ্র জাদেজা।

168 রানের টার্গেট চেজ করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে 5 উইকেট হারিয়ে 157 রানেই শেষ হয়ে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। এইদিন বল হাতে দুর্দান্ত প্রদর্শন করেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। কলকাতার হয়ে একটি করে উইকেট তুলে নিয়েছেন কমলেশ নগরকোটি, সুনীল নারিন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল। ম্যাচের সেরা হয়েছেন রাহুল ত্রিপাঠি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর