বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে চোটের জন্য একাধিক ভারতীয় তারকা দলের বাইরে রয়েছেন। তাদের মধ্যে কিছু ক্রিকেটারের ছোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেরে উঠতে সময় লাগবে তাদের। চলতি বছরেই ভারতের মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। ১২ বছর পর দেশের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন করছে বিসিসিআই। এই সমস্ত ক্রিকেটাররা ওই টুর্নামেন্টের আগে নিজেদের সুস্থ করে তুলতে মরিয়া।
এই ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন হলেন লোকেশ রাহুল। ভারতীয় দলের তারকা ব্যাটার খুব একটা ভালো ছন্দের ছেলের না ভারতের জার্সিতে। গত একটা বছর সমর্থকদের মনে রাখার মত কিছু করে উঠতে পারেননি তিনি। এজন্য তিনি যথেষ্ট সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ভারতীয় দলে নিজের সহ অধিনায়কের জায়গা হারিয়েছেন।
এরপর গত আইপিএল চলাকালীন তিনি চোটের কবলে পড়েছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে তিনি ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পেয়েছিলেন। সেই চোটের কারণে তিনি বাকি আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে যান।
এরপর ইংল্যান্ডে নিজের পায়ের অপারেশন করিয়েছেন তিনি। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে তিনি বর্তমানে নিজের রিহ্যাব সম্পূর্ণ করছেন। সেই সংক্রান্ত একটি পোস্ট তিনি সোশ্যাল মিডিয়া করেছেন যেখানে তাকে ব্যঙ্গ করে রজনীকান্তের সঙ্গে তুলনা করেছেন ঈশান কিষান। তুমি কমেন্ট করে বলেছেন রজনীকে এত অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে কেন?
তবে সত্যি কথা বলতে এই মুহূর্তে ভারতীয় দলে ঈশান কিষান এবং লোকেশ রাহুল দুজনের অবস্থাই খুব একটা নিশ্চিন্তজনক নয়। খারাপ ফর্মের কারণে দুজনেরই ভারতীয় দল থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আগে তারা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারেন কিনা সেদিকে সকলের নজর থাকবে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!