ভারতের ২০ বছরের অজেয় রেকর্ড ৪ দিনেই শেষ, জলে গেল ৫ অধিনায়কের পরিশ্রম

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরেছে ভারতীয় দল। এর সাথে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স মাঠে টেস্টে দলের ২০ বছর অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেল। দক্ষিণ আফ্রিকা ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়েই অর্জন করে। এই মুহূর্তে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়। মাত্র ৪ দিনে এই ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি কেপটাউনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সেই ম্যাচে মাঠে ফিরতে পারেন বিরাট কোহলি। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হয়নি তার। তার জায়গায় অধিনায়কত্ব করেছেন লোকেশ রাহুল।

KL rahul

ভারতীয় দল এই মাঠে প্রথম টেস্ট খেলেছিল ২০ বছর আগে ১৯৯২ সালের নভেম্বরে। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে খেলা এই ম্যাচটি ড্র হয়েছিল। দলের প্রথম ইনিংসে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিংবদন্তি সচীন টেন্ডুলকার। যার ফলে ভারতীয় দল ২২৭ রানের স্কোরে পৌঁছাতে পারে। দক্ষিণ আফ্রিকা তার আগে তাদের প্রথম ইনিংসে ২৯২ রান এবং পরে দ্বিতীয় ইনিংসে ২৫২ রান করে। এভাবে ৩১৮ রানের টার্গেট পেল ভারত। জবাবে দ্বিতীয় ইনিংসে ভারত ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতেই পঞ্চম দিনের খেলা শেষ হয়ে যায়।

১৯৯৭ সালের জানুয়ারিতে, শচীন টেন্ডুলকারের নেতৃত্বে মাটিতে খেলা দ্বিতীয় টেস্টটিও ড্র হয়েছিল। প্রথম ইনিংসে ১৪৮ রানের ইনিংস খেলেন রাহুল দ্রাবিড়। সৌরভ গাঙ্গুলীও ৭৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে দ্রাবিড় ৮১ ও গাঙ্গুলি ৬০ রান করেন। ৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দল ৮ উইকেট হারিয়ে ২২৮ রান করে। ভারত জয়ের খুব কাছাকাছি এলেও ড্যারেল কুলিনান অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন।

বহুকাঙ্খিত জল এসেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে। ২০০৬ সালের সেই সিরিজে ডিসেম্বরে ওয়ান্ডারার্স মাঠে প্রথম জয় পায় ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল প্রথম ইনিংসে মাত্র ২৪৯ রান করতে পারে। সর্বোচ্চ ৫১ রান করেন সৌরভ গাঙ্গুলি। জবাবে দক্ষিণ আফ্রিকার দল প্রথম ইনিংসে মাত্র ৮৪ রান করতে পারে। ফাস্ট বোলার এস শ্রীশান্ত নিয়েছিলেন ৫ উইকেট। ভিভিএস লক্ষ্মণের ৭৩ রানের দৌলতে দ্বিতীয় ইনিংসে ২৩৬ রান করেছিল ভারত। ৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এইভাবে ভারত এই ম্যাচে ১২৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। এরপর ধোনির অধিনায়কত্বে এখানে ম্যাচ ড্র হলেও, কোহলির অধিনায়কত্বে ২০১৮ তে ফের জো’বার্গে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত।


Reetabrata Deb

সম্পর্কিত খবর