বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনে চলার পথে বন্ধুদের (Friends) গুরুত্ব হয় অপরিসীম। বিপদে-আপদে কিংবা সুখ-দুঃখে বন্ধুদের উপস্থিতি অন্যতম ভরসা হয়ে দাঁড়ায়। এদিকে, আমরা নিজেরাই জীবনে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করি। বলা হয়ে থাকে যে, জীবনে যদি একজন সত্যিকারের ভালো বন্ধু পাওয়া যায়, তাহলে জীবন অনেকটাই সহজ হয়ে যায়।
অন্যদিকে বন্ধু চিনতে ভুল করলে আবার পড়তে হয় বিপদেও। এমতাবস্থায়, আমাদের জীবনে প্রকৃত বন্ধু চিনে নেওয়ার ক্ষেত্রে আচার্য চাণক্য (Acharya Chanakya) কিছু বিষয় মাথায় রাখতে বলেছেন। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
উল্লেখ্য যে, আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন আমাদের দেশের একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। তিনি জীবনের সকল বিষয়গুলিকে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি, সামগ্রিকভাবে মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। পাশাপাশি, তিনি চিনতে সাহায্য করেছেন প্রকৃত বন্ধুকেও।
প্রকৃত বন্ধুত্বের পরিচয়: মূলত, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে, যাদেরকে আমরা বন্ধু বলি। কিন্তু প্রকৃত বন্ধু সেই হয় যে কঠিন সময়েও পাশে থাকে। তাই বন্ধু বেছে নেওয়ার সময়ে খুব সাবধান হওয়া উচিত। আচার্য চাণক্যের মতে, যারা বন্ধুত্ব দেখানোর জন্য করে এবং স্বার্থের জন্য বন্ধুত্বের হাত বাড়ায় তাদের থেকে দূরে থাকাই ভালো। চাণক্য বলেছেন, কষ্টের সময়ে চোখের জল বের হলে তা নিজে মোছাই ভালো। কারণ, অন্যরা মুছতে এলে কোনো না কোনো চুক্তি করবেই।
প্রকৃত বন্ধু লবণের মতো: চাণক্যের মতে, যাঁরা সুমধুর কথার ছলে স্বার্থকে মাথায় রেখে কথা বলে তারা ধান্দাবাজ এবং যারা নুনের মতো কড়া ভাবে সত্যের মুখোমুখি হয় এবং ভুলের সংশোধন করায়, তারাই হল প্রকৃত বন্ধু। কারণ তারা নিজেদের ভালো না চেয়ে বন্ধুর ভালো চায়। তাই চাণক্য বলেছেন যে, পোকামাকড় মিষ্টিকেই আক্রমণ করে। কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত লবণে কোনো পোকার আক্রমণ ঘটেনি। বন্ধুত্বও অনেকটা এইরকমই।
বন্ধুত্ব করার আগে এই জিনিসটির প্রতি সতর্ক থাকুন: বন্ধুত্ব করার আগে বন্ধুর আচরণ, চরিত্র এবং চিন্তাভাবনাকে বিবেচনা করুন। অন্যদের সম্পর্কে তার কি চিন্তাভাবনা রয়েছে? পাশাপাশি, সে কি এমন কোনো আচরণ করছে যাতে তার নিজের সুবিধার জন্য অন্যের ক্ষতি হয়? এগুলি লক্ষ্য রাখতে হবে। কারণ, এই ধরণের মানুষ আপনার সামনে ভালো ব্যবহার করলেও আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে পারে। চাণক্য বলেছেন, একজন ব্যক্তির জন্ম থেকে যে গুণগুলি থাকে তা পরিবর্তন করা যায় না। কারণ নিম গাছে যেমন দুধ ঢাললে তা তেতো হয়ে যাবে ঠিক তেমনি খারাপ মানুষের চিন্তা এবং সঙ্গ আমাদেরকে তাদের মতো করে তুলবে।
(সতর্কীকরণ: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলা হান্ট এটি নিশ্চিত করে না।)