শনির দশা কাটতেই রবিবার আরও সস্তা হল সোনা! কলকাতায় কত?

বাংলা হান্ট ডেস্ক : হীরের গয়না হোক কিংবা প্লাটিনামের সোনার ঔজ্বল্যের কাছে ফিকে সবই। আজকের আধুনিক যুগে তো বটেই প্রাচীনকালে রাজা – মহারাজাদের আমলেও সোনার চাহিদা ছিল আকাশছোঁয়া। উৎসব-অনুষ্ঠানে হোক কিংবা রোজকার জীবনে বাঙালির কাছে সোনা খুবই শুভ। অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে প্রতিনিয়ত বাজারে ওঠানামা করে সোনার দাম (Gold Price)।

কলকাতায় কত কমল সোনার দাম (Gold Price)?

তাই সঞ্চয় হোক কিংবা নেহাত শখের বশে অলংকার সোনার দাম (Gold Price) বাড়লে যেমন রক্তচাপ বাড়ে তেমনি দাম কমলে হাসি চওড়া হয় সোনা প্রেমীদের। তবে  মাসের শুরুতেই সোনাপ্রেমীদের জন্য এল সুখবর। আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর রবিবাসরীয় ছুটির দিনেই বিশ্ববাজারে লাফিয়ে কমল সোনার দাম (Gold Price)। যার আঁচ এসে পড়েছে ভারতেও।

আগস্ট মাসের শেষেই  শনির দশা কাটিয়ে পড়তে শুরু করেছিল হলুদ ধাতুর দাম (Gold Price)।  নতুন মাসের শুরুতেই এক ধাক্কায় যা কমল আরও কিছুটা। যা শোনার পর থেকেই সোনা প্রেমীদের মুখের হাসি  চওড়া হল আরও। এমনিতেই সামনে উৎসবের মরশুম, তারওপর আজ মাসের পয়লা তারিখ। আজ সোনা সস্তা হওয়ায় অনেকেই মনে করছেন এটাই সোনা কেনার একেবারে উপযুক্ত সময়।

তবে শুধু সোনার দামই নয় আজকের দিনে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। তবে দোকানে যাওয়ার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনার দাম কত কমে কত হল? কতই বা কমল রুপোর দাম?

আরও পড়ুন :  নতুন মাসের শুরুতেই বড় ঝটকা! ফের বাড়ল LPG সিলিন্ডারের দাম, টান পড়বে পকেটে

জানলে অবাক হবেন আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর মাসের শুরুতেই কলকাতায় দারুন সস্তায় পাওয়া যাচ্ছে হলুদ ধাতু। আজ ১০ গ্রাম ওজনের ২২ ক্যারাট সোনার দাম কমে গিয়ে হয়েছে ৬৮৬০০ টাকা।

Gold Price

অন্যদিকে আজ কলকাতায় ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমে গিয়ে হয়েছে ৭২  হাজার ১৫০  টাকা। শনিবার  ওই একই ওজনের সোনা বিক্রি হয়েছে ৭৩ হাজার ০৪০ টাকায় ৷ যার ফলে আরও কিছুটা সস্তা হল সোনা।

একইসাথে পাল্লা দিয়ে অবিশ্বাস্য হারে দাম কমেছে রুপোর-ও। জানা যাচ্ছে আজ অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর  ১ কেজি  ওজনের রুপো বিক্রি হচ্ছে ৮৪ হাজার ৩০০ টাকায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর