বাংলা হান্ট ডেস্ক : এখনকার দিনে অধিকাংশ বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলি নায়ক-নায়িকা কেন্দ্রিক হলেও পার্শ্বচরিত্র ছাড়া অসম্পূর্ণ যে কোন মেগা। আর এখনকার দিনে প্রতিটা বাংলা সিরিয়ালের পার্শ্বচরিত্রদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিশু শিল্পীরা (Child Artist)। শুধু সিরিয়ালে গল্পেই নয় বাস্তবেও এই খুদে শিল্পীরা সারাক্ষণ গোটা শুটিং ফ্লোর যেন মাথায় করে রাখেন।
‘মিহি’ (Mihi) অভিনেত্রী রাধিকার আসল পরিচয়
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় মেগা সিরিয়াল হলো জি বাংলার (Zee Bangla) ‘কে প্রথম কাছে এসেছি(Ke Prothom Kache Esechi)।’ এই ধারাবাহিকে প্রধান নায়িকার মধুবনীর চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি। সিরিয়ালে তাঁরই মেয়ে মিহির (Mihi) ভূমিকায় দেখা যাচ্ছে খুদে নায়িকা রাধিকা কর্মকারকে (Radhika Karmakar)। এইটুকু বয়সেই তাঁর অভিনয় মাতিয়ে রেখেছে দর্শকদের।
জানলে অবাক হবেন এখন এই খুদে মিহির (Mihi) বয়স মাত্র চার বছর। সিরিয়ালে অভিনয় করতে করতেই সদ্য চারে পা রেখেছেন এই পুঁচকি নায়িকা। স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সোনা রুপার পর এখন এই খুদেই বর্তমানে বাংলা সিরিয়ালের সবচেয়ে সেরা শিল্পী হয়ে উঠেছে। পর্দার মিহি অর্থাৎ রাধিকার বাড়ি দুর্গাপুরে।
আরও পড়ুন :ঋত্বিক-অন্বেষা নয়, ‘আনন্দী’র জন্য জি বাংলার প্রথম পছন্দ ছিলেন এই জুটি
কিন্তু বর্তমানে কাজের সূত্রে তার পরিবারও এসে উঠেছেন কলকাতায়। আপাতত এখানে পাকাপাকিভাবেই রয়েছেন তাঁরা। কলকাতাতেই রাধিকার অভিনয়ের পাশাপাশি চলছে পড়াশোনা। এইটুকু বয়সেই রাধিকার কাছে অভিনয়টাই তাঁর সবচেয়ে প্রিয় খেলা। খেলার ছলেই সে অনেক কঠিন ডায়লগও জলের মতো মুখস্ত করে ফেলে।
বাচ্চারা সাধারণত অনেক লোক দেখলে ভয় পেয়ে যায়। কিন্তু মিহি একেবারে তার উল্টো। কখনও অচেনা মানুষ দেখে ভয় পায় না সে। ছোট থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে একা একা অভিনয় করত মিহি। নাচ করতেও দারুন ভালোবাসে সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই খুদে মিহি জানিয়েছে অভিনয় করতে তার ভীষণ ভালো লাগে। তাই ক্যামেরার সামনে মজা করেই অভিনয় করে সে।