বাংলা হান্ট ডেস্ক: ছোট এক টাকার কয়েন দেখলেই মুখের ওপর না বলে ফিরিয়ে দেন বহু দোকানি থেকে শুরু করে অটো-টোটো চালক সকলেই। ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) নিয়ে রাস্তাঘাটে এই হয়রানি এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই ছোট একটাকার কয়েন (Small 1 Rupee Coin) দিলেই তা উল্টে ফিরিয়ে দিয়ে বলা হয় তা নাকি এখন আর চলে না।
ছোট এক টাকার কয়েন (Small 1 Rupee Coin) কি সচল?
তাই এবার এই ছোট এক টাকার কয়েন সচল করতেই আসরে নামলেন ক্যানিংয়ের বিধায়ক (Canning MLA)। কয়েন নিয়ে কেতা থেকে বিক্রেতা কেউ যদি ফিরিয়ে দেয় তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন ক্যানিং পশ্চিম এর বিধায়ক পরেশনাথ দাস।
ছোট এক টাকার কয়েন নিয়ে রাস্তাঘাটে হামেশাই হয়রানির শিকার হয়ে থাকেন কমবেশি সকলেই। এখন এই ছোট একটাকার কয়েন একপ্রকার অলিখিতভাবেই অচলের খাতায় নাম লিখিয়েছে। কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India) এখনও পর্যন্ত ছোট এক টাকার কয়েন নিষিদ্ধ করেনি বরং তার দিব্যি সচল রয়েছে।
আরও পড়ুন: এবার বাজার কাঁপাবে নোকিয়া! আসছে Nokia 225 ফোনের নতুন ভার্সন
এই ছোট এক টাকার কয়েন নিয়ে সাধারণ মানুষের পাশাশি বিধায়কের কাছে অভিযোগ জানিয়েছেন, অনেক ব্যবসায়ীও। এই ছোট ১ টাকার কয়েন নিয়ে অভিযোগ উঠছে ক্যানিং, বাসন্তী গোসোবা, ঝড়খালি, ভাঙড় সহ দক্ষিণ ২৪ পরগনার মতো বিভিন্ন এলাকা থেকে। বাজারের এই ছোট এক টাকার কয়েন নিয়ে অকারণ হয়রানি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক পরেশরাম দাস।
এপ্রসঙ্গে তিনি বলেছেন, ‘ছোট ১ টাকার কয়েন নিয়ে একাধিক ক্রেতা-বিক্রেতা অভিযোগ জানিয়েছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ছোট ১ টাকার কয়েন নিষিদ্ধ ঘোষণা করেনি। কিন্তু এই কয়েন নিতে অনেকেই অস্বীকার করায় সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছিল। সাধারণ মানুষের কাছে ছোট ১ টাকার কয়েন প্রায় ‘অচল’ হতে বসেছিল। তাই ‘সচল’ করতে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।’