বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (India) লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। লকডাউনের অবস্থা জারী করার পরও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় প্রবল সংকটের মুখোমুখী রয়েছে ভারত সরকার। ভারতে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি।
এবার ভারত সরকার একটি অ্যাপ (App) চালু করলেন, যার মাধ্যমে করোনা ( corona virus) আক্রান্ত ব্যক্তিদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে।স্মার্টফোনের মাধ্যমে এটি যুক্ত করা থাকবে। স্মার্টফোনের লোকেশন অন করে ব্লুটুথ (blue tooth) এবং ডেটা (data) অন করলে এই অ্যাপ (app) কাজ করা শুরু করে দেবে। কোন ব্যক্তি কোথাও কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই অ্যাপ মারফত জানা যাবে। আবার কোন সুস্থ ব্যক্তির ৬ ফুটের মধ্যেও যদি কোন করোনা আক্রান্ত ব্যক্তি আসেন, তাহলেও এই অ্যাপ তাঁর কাজ করা শুরু করে দেবে। এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘আরোগ্য সেতু’ (Aarogya Setu)।
আরোগ্য সেতু ব্যবহারকারী “হাই রিস্ক জোনে” ( high risk zone) থাকেন তাহলে সেই অ্যাপ পরামর্শ দেবে এখনি করোনা আছে কি না পরীক্ষা করানোর জন্য। পাশাপাশি করোনা ভাইরাস ( covid – 19) থেকে দূরে থাকার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করে চলতে হবে সেই সম্পর্কে তথ্য দেবে এই অ্যাপ।
তবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চালনা করা হবে। কোন ব্যক্তির তথ্যই তৃতীয় কোন ব্যক্তিকে দেওয়া হবে না। জনস্বার্থের কথা ভেবেই এই প্রক্রিয়াটি বানানো হয়েছে বলে জানিয়েছে সরকার