শনিবার সকাল থেকেই টানা দেড়মাস বন্ধ সাঁতরাগাছি সেতুর একটি লেন, বিকল্প কোন রাস্তা ধরবেন আপনি?

বাংলাহান্ট ডেস্ক : সাঁতরাগাছি সেতুতে শনিবার ভোর বেলা থেকেই করা হবে যান নিয়ন্ত্রণ। ব্রিজের একটি লেন দিয়ে গাড়ি চলাচল করলেও বন্ধ থাকবে অপর একটি লেন। যানবাহন চলাচল করবে ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত। রাতের বাকিটুকু সময় সেতু বন্ধ থাকবে। কাজ শুরুর পর সম্পূর্ণভাবে বন্ধ করা হবে যান চলাচল।

রাজ্য পরিবহন দপ্তর শুক্রবার একটি নির্দেশিকা জারি করে বলেছে, ১৯ নভেম্বর সাঁতরাগাছি উড়ালপুলের কাজ শুরু হবে। তবে এই নির্দেশিকায় নিশ্চিতভাবে বলা হয়নি যে উড়ালপুলের কাজ কবে সম্পূর্ণভাবে শেষ হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বছরের বাকি সময়টুকু লেগে যাবে কাজ সম্পন্ন হতে। অনেকের ধারণা কাজ শেষ হতে আরও বেশি সময়ও লাগতে পারে। এর ফলে অনেকেই আশঙ্কা করছেন যে হাওড়া ও কলকাতা সংলগ্ন এলাকায় এই ব্রিজ বন্ধ থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বিকল্প কিছু রাস্তার কথা জানানো হয়েছে। ভারী ও অয়েল ট্যাংক গুলি সাঁতরাগাছি সেতুর পরিবর্তে যাতায়াত করবে আন্দুল রোড দিয়ে। যে সকল পণ্যবাহী গাড়িগুলি কলকাতার দিক থেকে যাবে সেগুলি বিদ্যাসাগর ব্রিজ পার করে আলমপুর হয়ে আন্দুল রোড ধরবে। ওই রাস্তাগুলি দিয়ে রাত দশটার পর থেকে ভোর ছটা পর্যন্ত যাতায়াত করা যাবে।

Santragachi notice

আবার কলকাতার দিক থেকে কিছু পণ্যবাহী গাড়ি টালা সেতু, নিবেদিতা সেতু, ডানকুনি হয়ে ২ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দিল্লি রোড দিয়েও যাতায়াত করবে। কলকাতার দিকে আসা গাড়িগুলিও একই রাস্তা ধরে চলাচল করতে পারবে। ধূলাগড়, আলমপুর, বালি, নিবেদিতা সেতু হয়ে কলকাতা ঢুকে টালা ব্রিজ ধরতে পারবে খড়্গপুরের ডিম থেকে আসা পণ্যবাহী গাড়িগুলি। রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই বিকল্প রাস্তা গুলি দিয়ে যান চলাচল করতে পারবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর