বাংলাহান্ট ডেস্ক: ভারত সঞ্চার নিগম লিমিটেড-এর ব্রডব্যান্ড (BSNL Broadband) পরিষেবা এখন আরও সহজলভ্য এবং সাশ্রয়ী হয়ে উঠেছে। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল তাদের FTTH অর্থাৎ ‘ফাইবার টু দ্য হোম’ পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের দিচ্ছে উচ্চগতির, স্থিতিশীল ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফাইবার অপটিক কেবল সরাসরি ব্যবহারকারীর বাড়ি বা অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, ফলে পুরনো কপার ওয়্যার ব্রডব্যান্ডের তুলনায় অনেক দ্রুত ও স্থির ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।
সহজেই বাড়িতে মিলবে BSNL ব্রডব্যান্ডের (BSNL Broadband) কানেকশন:
বিএসএনএল-এর ফাইবার ব্রডব্যান্ড (BSNL Broadband) সার্ভিস বুক করা এখন অত্যন্ত সহজ। এর জন্য অফিসে যাওয়ার কোনও প্রয়োজন নেই। যে কেউ ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bookfibre.bsnl.co.in/ এ গিয়ে “Book Your Connection Now” অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর নাম ও মোবাইল নম্বর দিতে হয়। মোবাইল নম্বর যাচাই করার জন্য একটি ওটিপি পাঠানো হবে, সেটি ইনপুট করে ভেরিফাই করতে হবে। তারপর ইমেল আইডি ও লোকেশন দিতে হয়। লোকেশন নির্বাচনের জন্য তিনটি বিকল্প থাকে, যার মধ্যে ম্যানুয়ালি লোকেশন বেছে নেওয়া যায়।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! আধার কার্ড সংক্রান্ত একাধিক নিয়ম পরিবর্তন করল UIDAI, দুর্ভোগ এড়াতে এখনই জানুন
এরপর বিএসএনএল (BSNL Broadband) কর্তৃক প্রদত্ত রাউটার মডেল—সিঙ্গল বা ডুয়াল ব্যান্ড—নির্বাচন করতে হয়। এরপর sKYC প্রক্রিয়ার মাধ্যমে বৈধ আধার নম্বর ও সাম্প্রতিক একটি ছবি আপলোড করতে হবে। যদি আধারে দেওয়া ঠিকানা এবং সার্ভিস ইনস্টলেশনের ঠিকানা আলাদা হয়, তাহলে অতিরিক্ত ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পর অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হয়। পেমেন্ট সম্পন্ন হলে ব্যবহারকারী একটি বুকিং নম্বর পান, যার মাধ্যমে বাকি প্রক্রিয়া ট্র্যাক করা যায়।
বিএসএনএল-এর FTTH ব্রডব্যান্ডের (BSNL Broadband) একাধিক প্ল্যান রয়েছে, যা ব্যবহারকারীর প্রয়োজন ও বাজেট অনুযায়ী বেছে নেওয়া যায়। সবচেয়ে সস্তা প্ল্যানটির মূল্য ২৯৯ টাকা, যেখানে ২৫ এমবিপিএস পর্যন্ত স্পিডে আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এরপরের প্ল্যান ৪৪৯ টাকা, আর ৪৯৯ টাকার প্ল্যানে পাওয়া যায় ৫০ থেকে ৬০ এমবিপিএস পর্যন্ত স্পিড। এই সমস্ত প্ল্যানেই ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা পান।

আরও পড়ুন: মঙ্গলবার থেকে বাংলায় শুরু SIR, কিভাবে হবে সমীক্ষা? কী কী নথি লাগবে? জেনে নিন
বিএসএনএল (BSNL Broadband)-এর দাবি, তাদের ফাইবার ইন্টারনেট পরিষেবা শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। কম লেটেন্সি, বেশি ব্যান্ডউইথ এবং স্থিতিশীল সংযোগের কারণে অনলাইন ক্লাস, অফিস ওভার মিটিং, গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিং—সব ক্ষেত্রেই বিএসএনএল FTTH পরিষেবা অত্যন্ত কার্যকর। সরকারি সংস্থা হয়েও আধুনিক সুবিধা এবং সহজ অনলাইন বুকিং প্রক্রিয়ার মাধ্যমে বিএসএনএল এখন বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে প্রস্তুত। এই উদ্যোগের মাধ্যমে সরকার আশা করছে, দেশের ডিজিটাল সংযোগ আরও মজবুত হবে এবং প্রতিটি ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে।













