বাংলাহান্ট ডেস্কঃ চৈত্রমাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো (basanti puja)। চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন বলে, সেই থেকেই এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। মর্তে দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে পরিচিত তিনি।
দুর্গা পুজোর মত এই পুজোতেও পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথি দেখা যায়। তবে এই পুজো দুর্গা পুজোর মত বেশি ধুমধাম করে সর্বত্র পালিত হয় না। হাতে গোনা কয়েকটি বনেদি বাড়ি এবং অল্প কিছু জায়গায় এই পুজো হয়ে থাকে।
পঞ্চমীঃ ১৬ ই এপ্রিল শুক্রবার সন্ধে ৬টা বেজে ৭ মিনিটে পঞ্চমী তিথি শুরু এবং শেষ ১৭ ই এপ্রিল শনিবার রাত ৮টা বেজে ৩৩ মিনিটে।
ষষ্ঠীঃ ১৭ ই এপ্রিল শনিবার রাত ৮টা বেজে ৩৪ মিনিটে ষষ্ঠী তিথি শুরু এবং শেষ ১৮ ই এপ্রিল রবিবার রাত ১০টা বেজে ৩৫ মিনিটে।
সপ্তমীঃ ১৮ ই এপ্রিল রবিবার রাত ১০টা বেজে ৩৬ মিনিটে সপ্তমী তিথি শুরু এবং শেষ ১৯ ই এপ্রিল সোমবার রাত ১২টা বেজে ০২ মিনিটে।
অষ্টমীঃ ১৯ শে এপ্রিল সোমবার রাত ১২টা বেজে ৩ মিনিটে অষ্টমী তিথি শুরু এবং শেষ ২০ শে এপ্রিল মঙ্গলবার রাত ১২টা বেজে ৪৪ মিনিটে।
সন্ধি পুজোঃ রাত ১২টা বেজে ২০ মিনিটে সন্ধিপুজো শুভারম্ভ হবে এবং রাত ১টা ০৮ মিনিটে সন্ধি পুজোর তিথি সমাপ্তি হবে। বলিদান সময়- রাত ১২টা বেজে ৪৪ মিনিটে।
নবমীঃ ২০ শে এপ্রিল মঙ্গলবার রাত ১২ টা বেজে ৪৫ মিনিটে নবমী তিথি শুরু এবং শেষ ২১ শে এপ্রিল বুধবার রাত ১২টা বেজে ৩৬ মিনিটে।
দশমীঃ ২১ শে এপ্রিল বুধবার রাত ১২টা বেজে ৩৭ মিনিটে দশমী তিথি শুরু এবং শেষ ২২ শে এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টা বেজে ৩৬ মিনিটে।