বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ব্যবস্থার মেরুদন্ড রেল। বহু শতাব্দি আগে ভারতে রেল ব্যবস্থার সূচনা হয় ইংরেজদের হাত ধরে। প্রথমে বাণিজ্যিক কারণে এই রেল ব্যবস্থার সূচনা হলেও, পরবর্তীকালে যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম হয়ে ওঠে রেল ব্যবস্থা। বর্তমানে দেশের প্রায় প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে ভারতীয় রেলের (Indian Railways) নেটওয়ার্ক।
লোকাল থেকে দূরপাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন প্রতিদিন ছাড়ছে বিভিন্ন স্টেশন থেকে। লোকাল ট্রেনে যাতায়াতের জন্য আমাদের কাউন্টার থেকে বা ইউটিএস অ্যাপের সাহায্যে টিকিট (Ticket) কাটতে হয়। তবে দূরে ভ্রমণের জন্য অনেক আগে থেকেই ট্রেনের টিকিট রিজার্ভ করতে হয়। যত সময় যাচ্ছে ততই যাত্রী চাহিদা বাড়ছে রেলের।
আরোও পড়ুন : শনিবারেই প্রথম মেট্রো চলবে রুবি-বেলেঘাটা! কবে থেকে যাত্রী পরিষেবা? আপডেট দিল কর্তৃপক্ষ
তাই অনেক আগে থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করতে হয়। ট্রেনের (Train) টিকিট বুক করলে যে সেটি কনফার্ম হবে এমনটাও মানে নেই। অনেক সময় ট্রেনের টিকিট কাটলে সেটি ওয়েটিং লিস্টে চলে যায়। আমরা যখন টিকিট কাউন্টার বা নিজে থেকে অনলাইনে টিকিট বুক করি তখন এই সমস্যার সম্মুখীন হই।
আরোও পড়ুন : বাংলা থেকে এক ট্রেনে নৈনিতাল, ভাড়াও অনেক কম! গরমের ছুটিতে বড় উপহার রেলের, রইল সময়সূচী
তবে লক্ষ্য করলে দেখবেন দালালদের থেকে টিকিট কাটলে তারা কয়েক ঘণ্টার মধ্যে কনফার্ম করে দেন সেই টিকিট। দালালরা এর জন্য যাত্রীদের থেকে দুগুণ বা তিনগুণ বেশি টাকা নিয়ে থাকেন। তবে লম্বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট কীভাবে দালালরা কয়েক ঘন্টার মধ্যে কনফার্ম করে দেন সেই বিষয়ে আপনার জানা আছে?
অন্য কোনও নামে টিকিট বুক করলে সেই টিকিটে আপনার নাম না থাকারই সম্ভাবনা থাকে। দালাল আপনাকে বলতে পারে যে টিটিই আপনার থেকে আইডি চাইবে না। আসল ব্যাপার হল বিভিন্ন নামে দালালরা টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করে। এবার সেই টিকিট দু গুণ বা তিন গুণ দামে দালালরা যাত্রীদের বিক্রি করে দেন।
দালালরা আপনাকে বলতে পারে যে টিটিই হয়ত শুধু আপনার নাম জানতে চাইবে। তাই এই টিকিট নিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন। যদি ভাগ্য ভালো থাকে তাহলে টিটিই ট্রেনে আপনার আইডি দেখতে চাইবেন না। তবে টিটিইর যদি সন্দেহ হয় তিনি আপনার আইডি চাইতে পারেন।
সেক্ষেত্রে আইডির সাথে ট্রেনের টিকিটের নাম না মিললে আপনার হতে পারে মোটা অংকের জরিমানা। এছাড়াও নতুন করে আপনাকে টিকিট কাটতে হতে পারে। সব মিলিয়ে সমস্যা বাড়বে বৈ কমবে না। তাই এই ধরনের সমস্যা এড়াতে দালালদের থেকে নয়, ট্রেনের টিকিট বুক করুন কাউন্টার থেকে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার