বাংলা হান্ট ডেস্ক : শুরু হয়ে গেছে দূর্গাপুজার (Durgapuja) কাউন্টডাউন। কুমোরটুলিতে মূর্তি গড়ার পাশাপাশি মহালয়ার তোড়জোড়-ও তুঙ্গে। মহালয়ার (Mahalaya) দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর (Mahishasuramardini) শোনার রীতি বহুদিনের। তবে আজকাল রেডিওর পাশাপাশি টেলিভিশনেও মহালয়া দেখার জন্য উন্মুখ হয়ে থাকে অনেকেই।
সেই নিয়ে উন্মাদনাও রয়েছে দর্শকদের মধ্যে। কোন চ্যানেলে, কোন নায়িকাকে দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। মাস কয়েক আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার স্টার জলসার পর্দায় মা দুর্গা রূপে আবির্ভূত হবেন কোয়েল মল্লিক (Koel Mallick)। সুরিন্দর ফিল্মস নাকি আর অন্য কারোর উপর ভরসা করতে পারছেনা। আর তাই সকলে ধরে নিয়েছিল ‘ঘরের লোক’ই হবেন দুর্গতিনাশিনী।
আর রাখীর দিন সেই জল্পনাতেই শিলমোহর দিল কোয়েল নিজেই। এইদিন নিজের ইন্সটা স্টোরিতে একটি স্ক্রিপ্টের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর তার উপরে লেখা রয়েছে ‘মহালয়া #স্টার জলসা’। সাথে হাইলাইট করা রয়েছে পার্বতীর ডায়লগ। অভিনেত্রীর এই পোস্ট সামনে আসার পর থেকেই খুশির আমেজ ভক্তমহলে।
আরও পড়ুন : জওয়ানের সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর দরবারে, মুখ ঢেকে মায়ের শরণে শাহরুখ
প্রসঙ্গত উল্লেখ্য, বছর দুই আগে কালার্স বাংলা চ্যানেলে মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিয়েছিলেন কোয়েল। সেবারেও এই প্রোজেক্টের দায়িত্ব ছিল নিসপালের প্রযোজনা সংস্থার উপর। এছাড়াও ২০১৫ সালে জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’ -তে তার কাজ যথেষ্ট প্রশংসিত। এর দু’বছর পর ২০১৭ সালে স্টার জলসার ‘দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানেও মা দুর্গা সেজেছিলেন কোয়েল।
আরও পড়ুন : ‘শেষ পর্যন্ত মন্দিরেও…’, রাঘব-পরিণীতির কাণ্ড দেখে চটে লাল নেট জনতা
চলতি বছর জি বাংলার পর্দায় মা দুর্গা রূপে দেখা যাবে ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিককে। শোনা যাচ্ছে, ফুলকি-তে কাজ করা অভিষেক বোস হবেন শিব। পার্বতী রূপে আবির্ভূত হবেন অভিনেত্রী দীতিপ্রিয়া রায়। এবং মহালক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে নবাগতা দিব্যাণী মণ্ডলকে। সবে মিলিয়ে চলতি বছরের মহালয়া জমজমাট।
আরও পড়ুন : বেঁচে থাকলে কেমন দেখাত! মহানায়ক উত্তম কুমারের ছবি আঁকল AI, দেখে মুগ্ধ নেটপাড়া
আরও জানাই, মহালয়া ছাড়াও চলতি পুজোয় আসতে চলেছে মিতিন মাসি। মাস খানেক আগেই ‘জঙ্গলে মিতিন মাসি’-র শ্যুট সেরে ফেলেছেন নায়িকা। কিছু BTS ছবি শেয়ার করে নায়িকা লিখেছিলেন, শেষ হল শ্যুটিং। মিতিন হয়ে আবার অভিনয় করার একটা চমৎকার অভিজ্ঞতা হল!!! সারান্ডায় ৪৭ ডিগ্রি তাপমাত্রায় (মনে হবে যেন ৫৫ ডিগ্রি) বারবিকিউ এবং গ্রিল হওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। তবে খুব আনন্দে কাজটা করেছি’।