বয়স মোটে কয়েক মাস, মায়ের কোলে বসে প্রথমবার কবীরকে ভাইফোঁটা দিল ছোট্ট কাব্য

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার ভাইফোঁটায় সংবাদ শিরোনামে কোয়েল মল্লিক (Koel Mallick) আর তাঁর দুই সন্তান কবীর এবং কাব্য। কয়েক মাস আগেই কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী। দুই ছেলে মেয়েকে নিয়ে কোয়েলের (Koel Mallick) এখন ভরা সংসার। প্রতি বছরই ধুমধাম করে ভাইফোঁটার অনুষ্ঠান হয় মল্লিক পরিবারে। দাদা ভাইদের ফোঁটা দেন অভিনেত্রী। আর এবার বোনের হাতে ভাইফোঁটা নিল দাদা কবীরও।

কবীর কাব্যর ভাইফোঁটার ছবি শেয়ার করলেন কোয়েল (Koel Mallick)

ভাইফোঁটা উপলক্ষে দুই সন্তানকে নিয়ে মল্লিক বাড়িতে পৌঁছান কোয়েল (Koel Mallick)। এটাই কাব্যর প্রথম ভাইফোঁটা। এখনও এক বছরও বয়স হয়নি খুদের। কোয়েল (Koel Mallick) জানিয়েছিলেন, মেয়ে ভালো করে দাঁড়াতে শেখেনি এখনও। তবে মায়ের কোলে বসে খুদে খুদে আঙুল দিয়ে দাদাকে ফোঁটা দিয়ে অবশ্য ভারী খুশি কাব্য।

Koel Mallick daughter kabya gave first bhaiphota to kabir

মিষ্টি খুদের ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা: সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার ছবি ভাগ করে নিয়েছেন কোয়েল (Koel Mallick)। সেখানেই দেখা গেল, গোলাপি রঙের ফ্লোরাল লেহেঙ্গায় সেজেছিল খুদে কাব্য, মাথায় আবার ছোট্ট ছোট্ট দুটি ঝুঁটি। আর হলুদ পাঞ্জাবিতে দেখা গেল বড় দাদা কবীরকে। মেয়ের হাত ধরে ছেলের কপালে ফোঁটা দিয়ে দেন কোয়েল (Koel Mallick)। ভাইবোনের খুশি দেখে অভিনেত্রীর মুখেও উজ্জ্বল হাসি।

আরও পড়ুন : অরূপ বিশ্বাসের ভাইফোঁটায় টলি সুন্দরীদের ঢল, মন্ত্রীকে ফোঁটা দিতে ভিড় ঋতুপর্ণা-নুসরত-কৌশানীদের

মল্লিক পরিবারে খুশির আমেজ: ভাইফোঁটা উপলক্ষে এদিন একত্র হয়েছিল গোটা মল্লিক পরিবার। অন্যান্য সদস্যদের নিয়ে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন কোয়েল (Koel Mallick)। অপর একটি ছবিতে দেখা গেল, বৃদ্ধা দিদির হাত থেকে ভাইফোঁটা নিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। ছবিগুলি শেয়ার করে সকলকে ভাইফোঁটার শুভেচ্ছা জানান কোয়েল।

আরও পড়ুন : ভাইফোঁটায় লটারি লাভ, ১ কেজি ওজনের ইলিশের দাম হাজারেরও কম! রূপোলি শষ্যে জমিয়ে ভূরিভোজ

এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, দুই ভাইবোনের মধ্যে যেমন ভাব, তেমনই আবার দুষ্টুমিতেও সিদ্ধহস্ত দুজনে। বোনকে কাঁদিয়েই নাকি মজা কবীরের। কাব্য হাতে কিছু নিলেই সেটা ছোঁ মেরে ছিনিয়ে নেয় সে। আর কেঁদে ভাসায় কাব্য। তবে দাদার উপরে কিন্তু মোটেই বিরক্ত হয় না খুদে। বরং বোনকে কাঁদানোর জন্য কবীর মায়ের কাছে বকা খেলেও হামাগুড়ি দিয়ে নাকি দাদার পেছন পেছনই ঘোরে কাব্য।