পাজামা পাঞ্জাবিতে ছোট্ট নায়ক, সেজেগুজে খুদে দিদির কাছে প্রথম ভাইফোঁটা নিল কোয়েল-পুত্র কবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় দূর্গাপুজোর প্রসঙ্গ উঠলে মল্লিকবাড়ির কথা উঠবেই। কারণ ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা কোয়েল মল্লিক (Koel Mallick) এই বাড়িরই মেয়ে। এ বছরও ধুমধাম করে দূর্গাপুজো হয়েছে মল্লিক বাড়িতে। তবে শুধু দূর্গাপুজো নয়, যেকোনো উৎসবেই মল্লিক বাড়ির সদস‍্যরা একত্র হয়ে উদযাপন করেন। বৃহস্পতিবার ভাইফোঁটাতেও দেখা গেল একই রকম ছবি।

ভাই বোন সবাই মিলে একসঙ্গে ভাইফোঁটা উদযাপন করেছে মল্লিক পরিবার। এদিনের কিছু মুহূর্তের কোলাজ সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেছেন কোয়েল। সেখানেই বড়দের মাঝে দেখা মিলল এক খুদেরও। তিনি অভিনেত্রীর একরত্তি সন্তান কবীর। এ বছর মল্লিক বাড়ির দূর্গাপুজোয় কবীরের উৎসাহ ছিল দেখার মতো। ভাইফোঁটাতেও যে সে অংশ নেবে তা বলার অপেক্ষা রাখে না।


পাজামা পাঞ্জাবিতে সেজে দিদির হাতে ফোঁটা নিতে দেখা গিয়েছে তাকে। দিদিও অবশ‍্য কবীরের থেকে একটুই বড়। বড়দের মাঝে এদিন সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছে খুদেরাই। টুকরো টুকরো মুহূর্তের ছবি জুড়ে একটি ভিডিও বানিয়েছেন কোয়েল। শেয়ার করে ক‍্যাপশনে লিখেছেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’।

এখনো পাঁচ বছর বয়স হয়নি কবীরের। ২০২০ সালের মে মাসে জন্ম হয়েছিল কোয়েল পুত্রের। সবে দুয়ে পা দিয়েছে খুদে। তবে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে তাদের নিয়মের বেড়াজালে বাঁধেননি কোয়েল। খুদেদেরও সামিল করে নিয়েছেন ভাইফোঁটার উদযাপনে।

https://www.instagram.com/reel/CkNqC_fpeut/?igshid=YmMyMTA2M2Y=

দূর্গাপুজোর সময়েও খুব আনন্দ করেছে কবীর। একবার দাদুর সঙ্গে কাঁসর বাজিয়েছে, আবার কখনো শাঁখ বাজিয়েছে। অন‍্যদিকে রঞ্জিত মল্লিকও নাকি নাতিকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। মেয়েকে নাকি ভুলেই গিয়েছিলেন। কোয়েল জানিয়েছিলেন, দাদু আর নাতি একে অপরকে ‘গুরু’ নাম দিয়েছে। ওই নামেই তাঁরা ডাকেন একে অপরকে।

সম্পর্কিত খবর

X