বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে মুম্বাইয়ের মাটিতে আরম্ভ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি। এরপর বিশাখাপত্তনম এবং চেন্নাইয়ে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে এবং প্রতিবেদনটি লেখার সময় লোকেশ রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব্যাটে ভর করে ভারতীয় দল (Team India) ম্যাচ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফার্স্ট বোলিংয়ের সামনে আজ ব্যাট হাতে হতাশ করেছেন বিরাট কোহলি (Virat Kohli), শুভমান গিলরা (Shubman Gill)।
আজ টসে জিতে অস্থায়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নিজের প্রথম ওভারেই হেডকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু তারপর মিচেল মার্শ ৬৪ বলে ৮১ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজা তাকে ফিরিয়ে দিতেই ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অস্ট্রেলিয়া এবং তাদের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮৮ রানেই।
অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ভারত যখন ম্যাচে প্রত্যাবর্তন করছে ধীরে ধীরে, তখন একটি ব্যাপার সকলের নজর কেড়েছিল। ম্যাচ চলাকালীনই হালকা মেজাজে থাকা বিরাট কোহলি আচমটাই সম্প্রতি ‘আরআরআর’ সিনেমার অস্কার জেতা বিখ্যাত তেলেগু গান ‘নাটু নাটু’-র অনুকরণে পা দোলাতে শুরু করেন। এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Natu natu from King kohli#NatuNatu #kohli pic.twitter.com/EmxARmt4iL
— ⚡FLASH⚡ (@bhargavreddy58) March 17, 2023
এই সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকে অনেক পুরষ্কার জিতেছে, এবং ‘নাটু নাটু’ গানটি ৯৫ তম অ্যাকাডেমি পুরষ্কারে সেরা মৌলিক গানের জন্য অ্যাকাডেমি পুরস্কারও জিতেছে, এটি অস্কার জয়ী প্রথম ভারতীয় গানে পরিণত হয়েছে। এই গানটি গোটা বিশ্বের বহু মানুষ অত্যন্ত পছন্দ করেছেন।
তবে বিরাট কোহলি দুর্দান্ত নাচ করলেও ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি। অসাধারণ স্ট্রেট ড্রাইভে একটি চার মারলেও ৯ বল খেলে মাত্র ৪ রান করে অস্ট্রেলিয়ার তারকা বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরেছিলেন কোহলি। পিচে বোলারদের জন্য একটু সাহায্য থাকতেই আবার তিনি নিজের পরিচিত ছন্দ ভুলে গিয়েছেন বলে তার সমালোচনাও হয়েছে।