শেষবার দিল্লি টেস্টে করেছিলেন দ্বিশতরান! এবার কি অফফর্মের ধারা কাটবে কোহলির?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে। প্রথম ম্যাচে নাগপুরে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দেয়নি ভারতীয় দল। ভারতের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইনিংস ও ১৩২ রানের বিরাট ব্যবধানে হারের সম্মুখীন হয়েছিল স্টিভ স্মিথরা। দ্বিতীয় টেস্টটি যাতে অতটা একপেশেভাবে হারতে না হয় তার জন্য মরিয়া চেষ্টা করবে অজিরা। সেই লক্ষ্যে তারা যাতে সফল না হয় তার জন্য ভারতের সবচেয়ে বড় অস্ত্রদের মধ্যে একটি হতে পারে বিরাট কোহলি (Virat Kohli)।

শেষবার ভারত এই মাঠে টেস্ট ম্যাচ খেলেছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে ভারতীয় ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। বিরাট কোহলি এখন আর টেস্ট অধিনায়ক নন। কিন্তু তিনি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে নামবেন তখন দেখবেন তার নামে একটি স্ট্যান্ড রয়েছে সেখানে। কোহলি যে দিল্লিতে অর্থাৎ নিজের ঘরের মাঠে সফল হতে পারেন, সেটা অবশ্য এমনি এমনি বলা হচ্ছে না।

atti kohli

শেষবার যখন ওই টেস্ট ম্যাচে দিল্লির মাঠে নেমেছিলেন বিরাট তখন তিনি দ্বিশতরান করেছিলেন প্রথম ইনিংসে। তার ২৪৩ রানের ব্যক্তিগত স্কোরে ভর করে ভারতীয় দল ৫২৬ রান স্কোরবোর্ডে তুলেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে করা সেই ডাবল সেঞ্চুরিটি তার কেরিয়ারের শ্রেষ্ঠ ইনিংসগুলির মধ্যে একটি। তিনি ছাড়াও সদ্য অবসর নেওয়া ওপেনার মুরলী বিজয় ওই টেস্টে শতরান করেছিলেন।

এরপর ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন বিরাট। তার, ধাওয়ান এবং রোহিতের অর্ধশতরানে ভর করে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ৪০০ রানের বেশি লক্ষ্য রেখেছিল ভারত। কিন্তু দীনেশ চান্ডিমাল ও ধনঞ্জয় ডি-সিলভার অসাধারণ ব্যাটিংয়ের কারণে ওই ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় এবং ভারত সিরিজ জয় নিশ্চিত করে।

তখনের পরিস্থিতি থেকে এখন পরিস্থিতি অনেকটাই আলাদা। বিরাট কোহলি শেষবার টেস্ট শতরান করেছিলেন প্রায় ৩ বছর আগে। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে তিনি একেবারেই ছন্দে নেই। কিন্তু এটি তার ঘরের মাঠ। বিরাট কোহলি নিজেও দীর্ঘদিন পর দিল্লিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে অত্যন্ত খুশি। তবে স্পিনারদের বিরুদ্ধে নিজের ভুল-ত্রুটিগুলি শুধরে ফেলতে হবে তাকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর