কোহলি চান প্রত্যেক ম্যাচে যেন নিজেদের সেরাটা দিতে পারেন দলের সতীর্থরা।

নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে ওয়াইটওয়াশ করল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই সাথে প্রথম কোনো দেশ হিসাবে বিপক্ষ দলকে টিটোয়েন্টি ক্রিকেটে 5-0 ব্যবধানে ম্যাচ হারালো। আর তারপরই অধিনায়ক হিসাবে দলের ক্রিকেটারদের বার্তা দিলেন বিরাট কোহলি। বললেন বিশ্ব ক্রিকেটে শাসন করতে চাইলে প্রত্যেকটা ম্যাচেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।

নিউজিল্যান্ডের ঘরের মাঠে তাদের 5-0 ব্যবধানে হারানোর পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন দলের সবাই যেন নিজেদের সেরাটা প্রত্যেকদিন মাঠে দিতে পারে একজন অধিনায়ক হিসেবে এটাই চাই আমি। আমার দায়িত্ব প্রত্যেকের সামনে লক্ষ্য স্থির করে দিতে হবে তারপর সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য পরিশ্রম করতে হবে। বিরাটের মতে দলের প্রত্যেকেই এই মুহূর্তে সেটা বুঝতে পেরেছে। দল যে প্রত্যেক ক্রিকেটারের থেকে তাদের 120 শতাংশ চাইছে সেটা সবার বোঝা উচিৎ।

AP20024281227982 1 770x433 2

সিরিজের শেষ ম্যাচে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। সেই কারণে শেষ ম্যাচে অধিনায়কের ভূমিকা পালন করেন রোহিত শর্মা কিন্তু রোহিত শর্মাও চোট পেয়ে বেরিয়ে যান ফলে অধিনায়কের ভূমিকায় দেখা যায় কে এল রাহুল কে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহলি বলেন এই মুহূর্তে আমরা খুব সুন্দর ক্রিকেট খেলছি, এইদিন রোহিত চোট পাওয়ার পর তরুণরা যেভাবে চাপ সামলেছে সেটা দেখে খুবই ভালো লাগলো। আসল কথাটা হল অধিনায়ক যেই হোক না কেন ম্যাচ জেতার রাস্তা খুঁজে বের করতে হবে, এখন আমরা সেটা খুবই ভালোভাবে করছি। আমি মনে করি এই ভাবেই আমরা আগামী দিনেও ভালো পারফরম্যান্স করে যেতে পারবো।


Udayan Biswas

সম্পর্কিত খবর