পাঁচ গোল করে ঘরের মাঠে হায়দ্রাবাদকে চূর্ণবিচূর্ণ করে দিল এটিকে।

প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টারের কাছে 2-1 গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে নিজামের শহর হায়দ্রাবাদ কে 5- 0 ব্যবধানে হারালো এটিকে। বলা ভালো প্রথম ম্যাচে সমর্থকদের হতাশ করার পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে সমর্থকদের কালীপুজোর উপহার দিল এটিকে।

এইদিন শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে হাবাসের দল। ম্যাচের শুরু থেকেই হায়দ্রাবাদ ডিফেন্সে চাপ সৃষ্টি করে এটিকের স্ট্রাইকাররা। তার ফলে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় এটিকে, বলা বাহুল্য প্রথমার্ধেই ম্যাচ প্রায় শেষ করে দেয় এটিকে। এদিন পুরো ম্যাচ জুড়ে দাপটের সঙ্গে খেলে যায় এটিকে প্লেয়াররা এর ফলে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি হায়দ্রাবাদ দল। একের পর এক গোল করে হায়দ্রাবাদ কে ম্যাচ থেকে ছিটকে দেয় এটিকে।

   

JERY3553

এই দিন শুরু থেকে খেলতে দেখা যায় ডিফেন্ডার আনাস এডাথোডিকাকে। এছাড়াও নিজের উইঙ্গার পজিশন ফিরে পায় মাইকেল সুসাইরাজ, এর ফলে গত ম্যাচের তুলনায় অনেক বেশি স্বচ্ছল মনে হয় তাকে। এইদিন 3-5-2 ফরমেটে দল সাজান এটিকে কোচ আন্তোনিও হাবাস। ফলে রক্ষণ সামলে আক্রমনে যায় কলকাতা দল।

জাভি হার্নান্ডেজের থ্রু ধরে 25 মিনিটের মাথায় প্রথম হায়দ্রাবাদের জালে বল জড়িয়ে গোলের খাতা খোলে ডেভিড উইলিয়ামস। তার তিন মিনিট পরেই এটিকের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় রয় কৃষ্ণ। প্রথমার্ধের একেবারে শেষের দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেভিড উইলিয়ামস, ফলে ব্যবধান 3-0 হয়ে যায়। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রণয়ের পাশ থেকে এটিকের হয়ে চতুর্থ গোলটি করেন গার্সিয়া। এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রবীর দাসের পাশ থেকে গোল করে হায়দ্রাবাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় গার্সিয়া। এরই সাথে ব্যবধান দাড়ায় 5-0 তে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর