ধোঁয়াশার চাদরে মোড়া কলকাতা! AQI দিল্লিকে ছাড়িয়ে বিপদের মুখে শহরবাসী

Published on:

Published on:

Kolkata beats Delhi's pollution AQI crosses 300 mark
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেশের বায়ু দূষণ নিয়ে আলোচনা উঠলে সবার আগে নাম আসে দিল্লির। তবে মঙ্গলবার রাতে দিল্লিকে পেছনে পেলে শীর্ষে নাম উঠে আসলো কলকাতার (Kolkata)। শহরের বুকে বায়ুমান গুণ সূচক অর্থাৎ AQI-Air Quality Index ৩০০ এর গণ্ডি।

AQI ছাড়াল ৩০০ গণ্ডি! দিল্লির দূষণকে হারাল কলকাতা (Kolkata)

মঙ্গলবার রাত আটটা নাগাদ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশের বায়ুর গুণমান রেকর্ড করা হয়। সেই রেকর্ডে ধরা দেয় বায়ুর গুণমান ৩৪২। একই সঙ্গে একই সময় দিল্লিতে AQI ছিল ২৯৯। স্বাভাবিকভাবে কলকাতার ময়দানের কেন্দ্রে এই বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি শীতেই শুরুতে এই বায়ু দূষণের পরিমাণ কেন এমন হলো তা নিয়েও নানান প্রশ্ন উঠছে।

পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ এই বিষয়ে জানান, পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে। তার কথায় এটি সম্পূর্ণ আমাদের গাফিলতি। দিল্লির ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল সবার আগে। যেখানে ময়দানে বিশেষ করে ভিক্টোরিয়ার চারিপাশে মেট্রোরেলের কাজ চলছে। সেই কাজ যেইভাবে ঢেকে রাখা উচিত ছিল। সেটি তো করা হয়নি। এর ফলে চারিদিকে ধুলো উড়ে বেড়াচ্ছে।

Kolkata beats Delhi's pollution AQI crosses 300 mark

আরও পড়ুন: শতাব্দী প্রাচীন গ্লেনারিজের বন্ধের ঘোষণা! বড়দিন-নববর্ষের আনন্দে ভাটা হতাশ পর্যটকেরা

তিনি আরও জানান, “ ভিক্টোরিয়ার সামনে যে মেট্রোর কাজ চলছে সেখানে জল ছেটানোর কোনও সিস্টেম রাখা হয়নি। পাশাপাশি মা ফ্লাইওভারের উপর দিয়ে এখনও বেশ কিছু পুরনো ডিজেল গাড়ি চলছে। সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্যের কাজ। পাশাপাশি তিনি বলেন সাধারণত এমন দূষণ শীতকালে বাড়ে ঠিকই, কিন্তু দিল্লিকে টপকে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার কথা নয়।”

বিশেষজ্ঞদের মতে, কলকাতা (Kolkata) ময়দান এলাকায় জনঘনত্ব দিল্লির তুলনায় অনেকটাই কম। যানবাহনের সংখ্যাও দিল্লির তুলনায় কম। তাহলে সেখানে দূষণের এমন বৃদ্ধির মানে আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকার পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে মনে করছেন তারা।