ইডেনে আয়োজিত হবে বিশ্বকাপের সেরা ম্যাচ! মজা পাবে কলকাতার দর্শক, চাপ সামলাতে পারবে কি কোহলিরা?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ দশমী, মায়ের আজ ঘরে ফেরার দিন। কলকাতা (Kolkata) সহ গোটা পশ্চিমবঙ্গের কাছে আজ তাই মন খারাপের দিন। প্রতীক্ষা শুরু হচ্ছে আবার এক বছরের। তবে দুর্গাপূজো শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের কাছে উৎসবের মরশুম শেষ হচ্ছে না। কারণ এই মুহূর্তে ভারতে চলছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। পুজোর সময় কলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়াম কোনও ম্যাচ পায়নি সুরক্ষার কারণে। তবে নভেম্বর মাসে বিশ্বকাপের সেমিফাইনাল সহ পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করবে ইডেন।

আর তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ। দুই দলই এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। ভারতীয় দল এই টুর্নামেন্ট এখনো অবধি পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে। এই পাঁচটি ম্যাচেই রান তাড়া করে অসাধারণ জয় পেয়েছে তারা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা তাদের এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হবে ভারতকে।

দক্ষিণ আফ্রিকা চলতি টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ হেরেছে। খাতায়-কলমে দুর্বল নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে অসাধারণ এবং স্মরণীয় জয় পেয়েছিল প্রোটিয়াদের বিরুদ্ধে। তাবাদের টুর্নামেন্টে এখনো অবধি বাকি ম্যাচগুলিতে শুরুতে ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। আর সেখানেই তারা ভয়ঙ্কর।

smith south africa

পরিসংখ্যান বলছে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষের কাঁধে বিশাল রানের বোঝা চাপিয়ে দেওয়াটার ব্যাপারে সবচেয়ে বেশি দক্ষ ক্রিকেট উপহার দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। যে চারটি ম্যাচে তারা প্রথমে ব্যাটিং করেছে সেই চারটি ম্যাচের প্রত্যেকটির শেষ ১০ ওভার মিলিয়ে মোট ৪০ ওভারে তারা ৫০৩ রান করেছে। এর থেকেই বোঝা যায় ঠিক কতটা বিধ্বংসী ব্যাটিং করছে তারা শেষ দিকে।

আরও পড়ুন: বাবরের পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে রোহিতের ভারতের ওপর! জানুন কিভাবে

অপরদিকে ভারতীয় দল টুর্নামেন্টে রান তারা করে জয় পাওয়ার ব্যাপারে সিদ্ধহস্ত হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকায় যেমন কুইন্টন ডি কক, তেমনি ভারতের কাছে রয়েছে রোহিত শর্মা। রান তাড়া করতে নেমে আগ্রাসে ব্যাটিং করে শুরুতেই ম্যাচ ভারতের হাতের মুঠো এনে দিচ্ছেন তিনি। ইডেন গার্ডেন্সে যদি দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে বিশাল রানের একটা টার্গেট পোস্ট করতে পারে তাহলে ভারতের রান তাড়া করার চিত্রটা খুবই উত্তেজক হয়ে দাঁড়াবে। আর যদি ভারতীয় দলকে প্রথম ব্যাটিং করতে হয় আর দক্ষিণ আফ্রিকাকে রান তাড়া করতে হয় তাহলে দুটি দলের কাছেই একটা নতুন চ্যালেঞ্জ হবে সেই বিষয়টা।

আরও পড়ুন: সচিনের সেঞ্চুরির রেকর্ড এখনও ছুঁতে পারেননি, কিন্তু ম্যাচ উইনার হিসাবে এগিয়ে গিয়েছেন কোহলি

ঠিক এমনটাই উল্লেখ করেছেন আকাশ চোপড়া। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথমে ইনিংসে ব্যাট করে ৩৮০ রান তুলতেই তিনি টুইট করে লিখেছেন, “প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা যেন দৈত্য। এই টুর্নামেন্টের সেরা তাড়া করার ক্ষমতা রাখা দল ভারত। কলকাতা টুর্নামেন্টের সেরা খেলার সাক্ষী হতে পারে যদি উভয় দল তাদের শক্তি অনুযায়ী চলার সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী বেছে নেয়। ৫ই নভেম্বর, ইডেন গার্ডেন্স….”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর