Ekchokho.com 🇮🇳

পুলিশের ‘না’ সত্ত্বেও মহরম যাত্রায় ছাড়, রায় দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Court clears Muharram procession in Bagnan

বাংলা হান্ট ডেস্ক : হাওড়ার বাগনানে মহরম যাত্রা (Muharram Procession) ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। পুলিশের (West Bengal Police) অনুমতি না মেলায় শেষমেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েছিলেন আয়োজকেরা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওই যাত্রার অনুমতি দিলেও, তার সঙ্গে বেঁধে দিয়েছেন কড়া শর্ত। বাগনান থানার পুলিশ প্রথমে অনুমতি দিতে অস্বীকার করে। তাদের দাবি ছিল, ওই সময় এলাকায় আরও দুটি যাত্রা নির্ধারিত রয়েছে, যার কারণে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মিছিল শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় এবং শেষ করতে হবে রাত সাড়ে আটটার মধ্যে। মোট অংশগ্রহণকারী সংখ্যা হতে পারবে সর্বাধিক ১৫০ জন। যাত্রাপথ নির্ধারিত থাকবে—নাজাখ ইমামবাড়া থেকে শুরু হয়ে দক্ষিণপাড়া হয়ে খাজুটি মোড় পর্যন্ত গিয়ে আবার একই পথে ফিরে আসতে হবে।

অস্ত্র নিষিদ্ধ, নজরে থাকবে পুলিশ

বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ভাবেই মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। পুলিশকে বলা হয়েছে, মিছিল পর্যবেক্ষণে থাকবে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে হাওড়া রুরাল পুলিশ জেলার সুপার। পাশাপাশি ট্রাফিক আইন সহ যাবতীয় নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের।

আরো পড়ুন : কসবার পর এবার উত্তরপাড়া! TMCP-র নির্দেশেই কি চাকরি? কাঞ্চন বললেন ‘আমি কিছু জানি না…’

Court clears Muharram procession in Bagnan

আদালতের রায়, প্রশাসনের পরীক্ষায় শান্তিপূর্ণ মহরম

বিচারপতির রায় প্রকাশ্যে আসার পর স্থানীয় মহলে স্বস্তি ফিরেছে। আয়োজকেরাও জানিয়েছেন, তাঁরা সব শর্ত মেনেই যাত্রা করবেন। আদালতের এই রায় শুধু একটি ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতিও বটে। এখন দেখার, বাগনানের রাস্তায় সেই রায় কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়।