সুপ্রিম নির্দেশই শিরোধার্য, বড় ঘোষণা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! বিপাকে চাকরিপ্রার্থীরা

বাংলা হান্ট ডেস্ক : সুপ্রিম নির্দেশই শিরোধার্য! আপাতত এসএসসির (SSC Recruitment Scam) সমস্ত মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। দুর্নীতির অভিযোগের কড়া ‘বিধান’ দিয়ে বঞ্চিতদের ভগবান হয়ে ওঠা জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, আপাতত এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলাই আর তার এজলাসে উঠবেনা।

untitled design 20231120 171629 0000

   

উল্লেখ্য, পুজোর পর সোমবারই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এসএসসি সংক্রান্ত মামলাগুলির। তবে এইদিন বিচারপতি জানান, তিনি আর এইসব মামলা শুনবেননা। তবে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি তার এজলাসেই হবে। তবে আন্দোলনকারীদের মসিহা কেন এই সিদ্ধান্ত নিয়েছেন? সেই উত্তরও দিয়েছেন নিজেই।

কেন এই সিদ্ধান্ত নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

বিচারপতি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলাগুলিকে তালিকার বাইরে পাঠিয়েছেন তিনি। আসলে গত ৯ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে নির্দেশ দেওয়া হয় যেন অতি সত্বর একটি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করা হয় এবং সেখানে এই সমস্ত মামলার নিষ্পত্তি করা হয়।

কোন কোন মামলার শুনানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করবেননা?

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার মধ্যে একটি মামলা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে। এছাড়াও, নিয়োগ পরীক্ষায় অনিয়ম, ওএমআর শিট প্রকাশ, সহকারী শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ একাধিক বিষয়ে মামলা রয়েছে। সুপ্রিম কোর্ট এই সমস্ত মামলার শুনানির জন্য একটি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করার নির্দেশ দেয়। এবং বলা হয় যে, চাকরি থেকে বরখাস্ত করা এবং নতুন চাকরির সুপারিশ–সহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চই।

কারা করবেন SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানি?

1042282 webp.net resizeimage 45

এরপরেই প্রধান বিচারপতি জানান, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদি থাকবেন এই নতুন ডিভিশন বেঞ্চে। এবং এবার থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানিও করবেন তারাই। এদিকে তার ঠিক তিনদিন পরেই অর্থাৎ সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল। এইদিন এজলাসে এসে তিনি জানান, এসব মামলা আর তার আওতায় নেই। তবে প্রাথমিকের মামলাগুলি তিনি শুনবেন। এবং এর জন্য আগামী ২৯ নভেম্বরের তারিখ দিয়েছেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর