কেষ্টকে রক্ষাকবচ দেওয়া দূর, উল্টে জরিমানা করল হাইকোর্ট! দিল্লি যেতেই হবে কেষ্টকে

বাংলা হান্ট ডেস্ক : কপাল খারাপ কেষ্টর। অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) রক্ষাকবচ দিল না আদালত। দিল্লি (Delhi) যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি। শনিবার বিচারপতি বিবেক চৌধুরীর বিশেষ বেঞ্চে খারিজ তাঁর আবেদন। অনুব্রতর কোনও আবেদনেই সাড়া দিল না কোর্ট। উল্টে ১ লক্ষ টাকা জরিমানা করা হল।

জানা যাচ্ছে, রাউস অ্যাভিনিউ আদালত চলতি সপ্তাহে ইডিকে প্রশ্ন করে কেন অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হচ্ছে না। তারপরই বীরভূম নেতাকে দিল্লি নিয়ে আসার তোড়জোড় শুরু করে ইডি। আসানসোলের সিবিআই আদালতে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন করা হয়। ইডির আবেদন গত বৃস্পতিবার মঞ্জুর করে কোর্ট। দিল্লি যাত্রা আটকাতে কলকাতা ও দিল্লি হাইকোর্টে আবেদন করে অনুব্রত। কিন্তু দিল্লি হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। ওইদিনই কলকাতা হাইকোর্টে শুনানি ছিল অনুব্রতর মামলার।

শনিবার আদালতে শুনানিতে অনুব্রতর আইনজীবী জানান, শারীরিকভাবে অসুস্থ তাঁর মক্কেল। তবে ইডির পক্ষে বলা হয়, প্রয়োজনে দিল্লির এইমসে চিকিৎসা করানো যেতে পারে কেষ্টর। এদিনের শুনানিতে বিচারপতি অনুব্রতর আইনজীবীর উদ্দেশে বলেন, মামলাটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মৌখিক বক্তব্যের ভিত্তিতে এখন এই আবেদন করেছেন? এখানে এমন একটা গরম মামলায় আপনারা চার মাসের বেশি শুধু মৌখিক আশ্বাসে উপরে বসে থাকলেন!

Anubrata Mondal

 

অনুব্রতর আইনজীবী জানান, ‘আমরা পেশাগত সৌজন্যতার ওপর ভরসা রেখেছিলাম। গত ২১ ডিসেম্বর জেল কর্তৃপক্ষকে ইডি ইমেল করে জানায় এখনই কোনও পদক্ষেপ করা হবে না। কিন্তু তারপরও কেন এমন করছে ইডি?

ইডির পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, ‘তথ্য গোপন করার অভিযোগ রয়েছে অনুব্রতর বিরুদ্ধে। ছুটির দিনে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। একজন আইনজীবী হিসেবে বলব অনুব্রতকে বড় অঙ্কের জরিমানা করা হোক।’ হাইকোর্টের নির্দেশের পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ায় আর কোনও বাধা রইল না।


Sudipto

সম্পর্কিত খবর