ফের পরাজয়! মুম্বাইয়ের বিরুদ্ধে হেরে গিয়ে IPL-এর নিয়ম নিয়ে প্রশ্ন তুললেন KKR-এর এই খেলোয়াড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ, গত সোমবার অর্থাৎ ৩১ মার্চ, লিগ পর্বের ১২ তম ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মধ্যে খেলা হয়েছিল। যেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন MI KKR-কে ৮ উইকেটে পরাজিত করেছে। শুধু তাই নয়, কলকাতাকে হারিয়ে মুম্বাই এই মরশুমে তাদের প্রথম জয় পেয়েছে।

মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছে KKR (Kolkata Knight Riders):

আর এই জয়ের ওপর ভর করেই হার্দিক পান্ডিয়ার দল পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে চলে গেছে। অপরদিকে, KKR (Kolkata Knight Riders) দল ৩ ম্যাচে ২ টিতে হার এবং ১ টি জয়ের সাথে পয়েন্ট টেবিলের শেষ অবস্থানে পৌঁছেছে। এমতাবস্থায়, এই পরাজয়ের পর KKR-এর খেলোয়াড়রা বেশ হতাশ। শুধু তাই নয়, এবার IPL-এর মেগা নিলাম নিয়েও প্রশ্ন তুললেন KKR-এর এক ব্যাটার।

Kolkata Knight Riders defeated by Mumbai Indians.

ম্যাচ শেষে পোস্ট প্রেজেন্টেশন অনুষ্ঠানে কথা বলতে KKR (Kolkata Knight Riders)-এর প্লেয়ার রমনদীপ সিং জানান, “মেগা নিলাম খুবই হতাশাজনক। খেলোয়াড় বাছাই করে একটি দল তৈরি করা হয়। কিন্তু প্রতি তিন বছর পরপর দল বদলাতে হবে। কিন্তু এটি কোনও অজুহাত নয়। দলগুলি যত তাড়াতাড়ি সম্ভব তাদের উইনিং প্লেয়িং ইলেভেন খুঁজে বের করার চেষ্টা করছে এবং আমরাও আমাদের বেস্ট প্লেয়িং ইলেভেন খুঁজে বের করার চেষ্টা করছি।”

আরও পড়ুন: টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ার তুলছে ঝড়! মাত্র ৫ বছরেই ১ লক্ষ টাকা বেড়ে হয়েছে ৩৭ লক্ষ

অজিঙ্কা রাহানে জানালেন পরাজয়ের কারণ: এদিকে, মুম্বাইয়ের বিরুদ্ধে হার নিয়ে কথা বলেছেন KKR (Kolkata Knight Riders) অধিনায়ক অজিঙ্কা রাহানেও। তিনি বলেছেন, এটা দলের ব্যাটরদের সম্মিলিত ব্যর্থতা। আমি টসের সময় যেমন বলেছিলাম, ব্যাট করার জন্য এটি একটি ভালো উইকেট ছিল। এখানে ১৮০ থেকে ১৯০ স্কোর বেশ ভালো হত। পিচে খুব ভালো বাউন্স রয়েছে। কখনও কখনও গতি এবং বাউন্স ব্যবহার করতে হবে। এই ম্যাচ থেকে আমাদের খুব দ্রুত শিক্ষা নিতে হবে।”

আরও পড়ুন: চিনের প্রশংসার মধ্যেই লুকিয়ে “ফন্দি”? কী প্ল্যান করছে বেজিং? ভারতকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞের

প্রসঙ্গত উল্লেখ্য যে, KKR (Kolkata Knight Riders) গত মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু মেগা নিলামে এই ফ্র্যাঞ্চাইজি পুরো দলে পরিবর্তন করে। নিয়মের কারণে, ম্যানেজমেন্ট মাত্র কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখতে সক্ষম হয়েছিল। KKR ৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে (৪ জন ক্যাপড এবং ২ জন আনক্যাপড)। এদিকে, IPL- এর এই মরশুমে KKR এখনও পর্যন্ত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ১ টি ম্যাচ জিতেছে। এবার KKR-এর পরবর্তী ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রয়েছে। ওই ম্যাচটি আগামী ৩ এপ্রিল KKR-এর হোম গ্রাউন্ড অর্থাৎ ইডেন গার্ডেন্সে খেলা হবে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X