লখনউয়ের বিরুদ্ধে কেকেআরে বড় বদল! বাদ পড়ছেন মহাতারকা? নয়া চমক প্রথম একাদশে

বাংলা হান্ট ডেস্ক : পরপর তিন ম্যাচে জয় দিয়ে মরশুমের সূচনা করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও চতুর্থ ম্যাচে আর চেন্নাইকে টপকাতে সক্ষম হয়নি নাইট ব্রিগেড। চিপকের মাঠে ধোনি ব্রিগেডের সামনে রীতিমত মুষড়ে পড়ে শ্রেয়সের দল। তারপর থেকেই একাধিক বিষয় নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে কলকাতা। বিশেষ করে দলের কয়েকজন প্লেয়ারকে নিয়ে বেশ দ্বন্দ্বে গৌতম গম্ভীর।

উল্লেখ্য যে, আগামীকাল অর্থাৎ নববর্ষের প্রথম দিনেই লখনউ এর সাথে মুখোমুখি লড়াইয়ে নামছে কেকেআর। সেক্ষেত্রে একটা সুবিধা যে, ম্যাচ আছে কলকাতার ঘরের মাঠেই। আপাতত ঘরের মাঠে এই ম্যাচ জিততে মরিয়া কলকাতা। কারণ এই ম্যাচে হারলে বেশ ভালোরকম অসুবিধায় পড়তে হবে নাইটদের। লখনউ তো এগিয়ে যাবেই সেই সাথে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে চেন্নাইও।

এদিকে দলের কয়েকজন ক্রিকেটারকে নিয়েও শুরু হয়েছে জল্পনা। কয়েকজন দাপুটে তারকা এমনই অফ ফর্মে রয়েছে যে চিন্তায় পড়েছে নাইট শিবির। তালিকার সবার উপরের নামটি হল মিচেল স্টার্ক (Mitchell Starc)। প্রায় ২৫ কোটি টাকার এই তারকা প্রথম থেকেই মুষড়ে রয়েছেন। ৪ ম্যাচের পর স্টার্কের পারফরম্যান্স দেখে যারপরনাই হতাশ ভক্তরাও।

আরও পড়ুন : মেয়ের স্কুলের ফি চুলোয় যাক, ধোনিকে দেখতে ৬৪ হাজার খরচ! মাহি ভক্তের কাণ্ডে তাজ্জব সবাই

প্রথম দুই ম্যাচে মাত্র ৮ ওভারে ১০০ রান দিয়েছিলেন এই অজি তারকা‌। বিনিময়ে একটা উইকেটও নিতে পারেননি তিনি। তৃতীয় ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৩ ওভারে ২৫ রান দিয়ে স্টার্কের দখলে এসেছিল ৩টি উইকেট। CSK-র বিরুদ্ধে ৩ ওভারে ২৯ রান দিয়ে একটাও উইকেট আসেনি স্টার্কের বলে। সব মোট‌ ৪ ম্যাচে ১৪ ওভারে মোট ১৫৪ রান দিয়েছেন অজি তারকা। বিনিময়ে এসেছে ২টি উইকেট।

আরও পড়ুন : BCCI-র দু চোখের বিষ! কেন শোনেননি বিন্নি-শাহদের কথা? এতদিন পর মুখ খুললেন অবাধ্য ঈশান কিশান

এমতাবস্থায় প্রশ্ন উঠছে, লখনউয়ের বিরুদ্ধে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কি স্টার্ককে খেলানো হবে? ভক্তরা তো ইতিমধ্যেই স্টার্ককে বাদ দেওয়ার দাবি তুলেছেন। ম্যানেজমেন্টও কি তাই ভাবছে নাকি ফের একটা সুযোগ দিতে চাইছে কলকাতা? উল্লেখ্য, এই মুহূর্তে স্টার্ক ছাড়া কলকাতা শিবিরে বিদেশী প্লেয়ার রয়েছেন দুষ্মান্তা চামিরা। তাকেও একবার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছে ভক্তরা। যদিও এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আপাতত স্টার্কেই আস্থা রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর