যাঁর প্রথপ্রদর্শনে হয়েছিল চ্যাম্পিয়ন, তাঁকেই দেওয়া হল বাদ! ২০২৬-এর IPL-এর আগে বড় সিদ্ধান্ত নিল KKR

Published on:

Published on:

Kolkata Knight Riders have taken a big decision this time.

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর পরবর্তী মরশুমের জন্য সব দলই তাদের প্রস্তুতি জোরদার করেছে। সম্প্রতি, সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনে প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার বরুণ অ্যারনকে তাদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে। এবার ৩ বারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, IPL-এর পরবর্তী মরশুমে, কলকাতা নাইট রাইডার্স একজন নতুন হেড কোচ নিয়ে মাঠে নামবে।

বড় সিদ্ধান্ত নিল KKR (Kolkata Knight Riders):

KKR দলে হল পরিবর্তন: প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কলকাতা নাইট রাইডার্স তাদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে, পণ্ডিতের দেখানো পথেই KKR (Kolkata Knight Riders) ২০২৪ সালে তাদের তৃতীয় IPL শিরোপা জিতেছিল। কিন্তু, তিনি ২০২৬ মরশুমে আর এই দলের সঙ্গে থাকবেন না। এদিকে, এই খবর ক্রিকেট অনুরাগীদের অবাক করেছে। কারণ ঘরোয়া ক্রিকেটে পণ্ডিতের দুর্দান্ত রেকর্ড রয়েছে এবং তাঁর কোচিংয়ে, KKR গত কয়েক মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে।

কী জানিয়েছে KKR: ইতিমধ্যেই KKR (Kolkata Knight Riders) এক বিবৃতিতে জানিয়েছে, “মিঃ চন্দ্রকান্ত পণ্ডিত নতুন সুযোগ অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হিসেবে আর কাজ চালিয়ে যাবেন না। আমরা তার অমূল্য অবদানের জন্য কৃতজ্ঞ-যার মধ্যে রয়েছে ২০২৪ সালে KKR-কে IPL চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দেওয়া এবং একটি শক্তিশালী, স্থিতিস্থাপক দল গঠনে সহায়তা করা। তাঁর নেতৃত্ব এবং শৃঙ্খলা দলের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। আমরা তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

আরও পড়ুন: এশিয়া কাপে বয়কট করা হোক ভারত-পাকিস্তান ম্যাচ! নেটমাধ্যমে উঠল দাবি, কী বলছেন নেটিজেনরা?

KKR-এর সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের সফর: জানিয়ে রাখি যে, ২০২২ সালে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁকে KKR (Kolkata Knight Riders)-এর হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়। ঘরোয়া ক্রিকেটে ৬ টি রঞ্জি ট্রফি জিতেছেন এমন কোচ হিসেবে বিখ্যাত পণ্ডিত বিগত ৩ মরশুম মৌসুম ধরে KKR-এর হেড কোচ ছিলেন।

আরও পড়ুন: “পহেলগাঁওয়ের ঘটনায় রাজনীতি খুঁজেছে কংগ্রেস, ভেঙেছে দেশের মনোবল”, লোকসভায় গর্জে উঠলেন মোদী

তাঁর পথপ্রদর্শনে ২০২৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে KKR (Kolkata Knight Riders) তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছিল। পণ্ডিতের কৌশল এবং গৌতম গম্ভীরের পরামর্শ ওই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু ২০২৫ মরশুমে KKR-এর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না। এই মরশুমে দলটি ১৪ টি ম্যাচের মধ্যে মাত্র ৫ টিতে জিততে সক্ষম হয়। যার ফলে তারা প্লে-অফেও যেতে পারেনি। রিপোর্ট অনুযায়ী, পণ্ডিত দলের একজন বিদেশি খেলোয়াড়কে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের সঙ্গে ডিনার করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। যার পরে তাঁর কোচিং স্টাইল নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারপর থেকেই তিনি শিরোনামে ছিলেন এবং বর্তমানে তিনি দল থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।