বাংলাদেশের KKR ভক্তদের কেরামতি! বার্সেলোনাকে হারিয়ে দিলো নাইট রাইডার্স

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর কয়েক ঘণ্টার মধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আজ জিততে না পারলে এইবারের মতো আইপিএলের (IPL 2023) প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে যাবে। হায়দরাবাদের সঙ্গে প্রথম সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে বিশ্রীভাবে হারতে হয়েছিল। আজ কি হবে তা এখনো অবধি কেউ জানে না। কিন্তু তার আগে নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়া টিম একটা সুখবর দিল কেকেআর ভক্তদের।

এপ্রিল মাসে ফেসবুক ইন্টার‍্যাকশনের দিক দিয়ে সকল আইপিএল টিমকে পেছনে ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এমনকি গোটা বিশ্বজুড়ে জনপ্রিয় এফসি বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ফুটবল ক্লাবকেও এই ব্যাপারে টেক্কা দিয়েছে কেকেআর। গোটা পৃথিবীতে এই ফেসবুক ইন্টার‍্যাকশনের দিক দিয়ে নাইট রাইডার্স এর ফেসবুক পেজ সবথেকে এগিয়ে থাকাদের তালিকায় তৃতীয় স্থানে আছে। তাদের আগে রয়েছে শুধুমাত্র বিশ্বের সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং এই মুহূর্তে ইপিএলের সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি।

এপ্রিল মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ইন্টার‍্যাকশন হওয়া ক্লাবদের তালিকা:

১. রিয়াল মাদ্রিদ (২৫.৯ মিলিয়ন)
২. ম্যানচেস্টার সিটি (২২.০ মিলিয়ন)
৩. কলকাতা নাইট রাইডার্স (১৯.৪ মিলিয়ন)
৪. এফসি বার্সেলোনা (১৭.২ মিলিয়ন)
৫. ম্যানচেস্টার ইউনাইটেড (১৫.৯ মিলিয়ন)

তবে এই সাফল্যের জন্য অনেকটাই কৃতিত্ব প্রাপ্য বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। লিটন দাস গোটা এপ্রিল মাস জুড়ে কেকেআরের সাথে যুক্ত ছিল। তাকে প্রথম একাদশে দেখার তীব্র ইচ্ছায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যে রেটে কমেন্ট করে গিয়েছেন তার জেরেই নাইট রাইডার্স এই জায়গায় পৌঁছতে পেরেছে বলে মনে করছেন অনেকে। তবে আজকেই লিটন দাসের বদলে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার জনসন চার্লসকে দলে নিয়েছে কেকেআর। পরের মাসেও লিটনের অনুপস্থিতিতে এই সাফল্য তারা ধরে রাখতে পারে কিনা সেদিকে নজর থাকবে সকলের।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর