পুজোয় নতুন মেট্রো রুটেই মিলবে স্বস্তি! এবার ঠাকুর দেখার ভিড় থেকে মুক্তি পাবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় কলকাতায়। প্রথমে হাতেগোনা কয়েকটি রুটে এই মেট্রো চললেও, পরবর্তীকালে ধীরে ধীরে মেট্রো রুট বিস্তার করেছে শহরের উত্তর থেকে দক্ষিণে। এমনকি কলকাতার সীমানা পেরিয়ে কলকাতার মেট্রোর (Kolkata Metro) সম্প্রসারণ ঘটেছে অন্যান্য জেলাতেও।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার জন্য একের পর এক করিডোরের ভাবনা চিন্তা করছে। কলকাতার পাশাপাশি ইস্ট-ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কিছুটা অংশে পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত বছর থেকেই শুরু হয়েছে জোকা-তারাতলা মেট্রো। আর কিছুদিন পরই শুরু হতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

আরোও পড়ুন : ভুলে যান লক্ষীর ভান্ডার! পশ্চিমবঙ্গ সরকারের এই নয়া প্রকল্পে প্রতিদিন মিলবে ৩০০টাকা

দুর্গাপুজোয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন কলকাতায়। উৎসবের কটা দিন কলকাতায় এই ভিড় বছরের পর বছর এক চেনা ছবি হয়ে উঠেছে। কিন্তু এ বছর আপনারা দুর্গাপুজোয় জোকা-তারাতলা মেট্রো রুট ব্যবহার করলে বেশ খানিকটা আরামে দুর্গা দর্শন করতে পারবেন। জোকা-তারাতলা মেট্রো রুটে বেশ কিছু বিখ্যাত পুজো পড়ে।

আরোও পড়ুন : বাংলার আকাশে দুর্যোগের মেঘ! বিশেষ সতর্কতা জারি কলকাতায়, তুমুল বৃষ্টিতে ভিজবে দুইবঙ্গই

মেট্রো করে আপনারা খুব আরামে ও স্বাচ্ছন্দে এই পুজোগুলো দেখতে পারবেন। জোকা, ঠাকুরপুকুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা স্টেশনগুলি রয়েছে জোকা-তারাতলা মেট্রো করিডোরে। এসবি পার্কের পুজো মণ্ডপে যেতে হলে আপনাকে নামতে হবে ঠাকুরপুকুর মেট্রো স্টেশনে। চেতলা অগ্রণী ও সুরুচি সংঘের পুজো মণ্ডপ তারাতলা মেট্রো স্টেশন থেকে খুব কাছে পড়বে।

Untitled design 2022 07 14T093654.730

আবার শখের বাজার মেট্রো স্টেশন থেকে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন বড়িশা সর্বজনীন ও উদয়ন ক্লাবের পুজোয়। বেহালা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে খুব দ্রুত পৌঁছে যাওয়া যাবে বড়িশা ক্লাব ও প্লেয়ার্স কর্নারের পুজো প্যান্ডেলে। নূতন দল ও দেবদারু ফটকের পূজা মন্ডপ দেখার জন্য আপনাকে নামতে হবে বেহালা বাজার স্টেশনে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর