আর খুলবে না উল্টো দিকের দরজা! আচমকাই নিয়ম বদল কলকাতা মেট্রোর, কারণ জানলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা শহরের লাইফ লাইন মেট্রো। কলকাতার সীমানা ছাড়িয়ে উপকণ্ঠেও ছড়িয়ে পড়েছে মেট্রো লাইন। ধীরে ধীরে কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিকেও আনা হচ্ছে মেট্রোর মানচিত্রে। কিন্তু মাঝেমধ্যেই কলকাতা মেট্রোয় দেখা যায় বিপত্তি। কখনো ঘটে যায় আত্মহত্যার মতো ঘটনা, আবার কখনো দেখা যায় যান্ত্রিক গোলযোগ।

তবে সম্প্রতি একটি বিষয় নিয়ে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কিছুদিন আগে দক্ষিণেশ্বরে মেট্রো ঢোকার সময় ক্যাবের দরজা খুলে এক চালক মুত্র ত্যাগ করছিলেন। সেই ঘটনা নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের। সেই ঘটনার প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।

আরোও পড়ুন : জঙ্গলরাজ! বাড়িতে ঢুকে গুলি করে খুন, নৃশংস ভাবে হত্যা সাংবাদিককে, প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা

মেট্রো সিদ্ধান্ত নিয়েছে, মেট্রোর স্বয়ংক্রিয় দরজা আর খুলবে না প্ল্যাটফর্ম এর বিপরীত দিকে। মোটর ম্যান ক্যাবেও এই নিয়ম প্রযোজ্য থাকবে। চালকের কামরার মতোই প্লাটফর্ম এর বিপরীত দিকের ট্রেনের অন্যান্য স্বয়ংক্রিয় দরজাও খুলবে না। অর্থাৎ বড় বদল আনা হল প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ও ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমে।

Metro

অতীতে এর আগে বহুবার অভিযোগ উঠেছে স্বয়ংক্রিয় দরজা খুলে যাওয়ার। এর ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই আগেভাগে কলকাতা মেট্রো সাবধান হতে চাইছে। আপাতত নতুন এই সিস্টেম ট্রায়াল হল মেধা কোচে। খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা চালু হবে অন্যান্য এসি কোচেও।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর