লক্ষ্মীপুজোয় ভোগান্তি মেট্রো যাত্রীদের, ব্লু লাইনে কম মিলবে পরিষেবা, কী জানাল কর্তৃপক্ষ?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজোর সমাপ্তি। সামনে আসছে লক্ষ্মীপুজো। ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগ দেওয়ার তাড়াহুড়ো পড়তে চলেছে। এবছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে আগামী সোমবার ৬ অক্টোবর। সপ্তাহের প্রথম দিন খোলা থাকছে অনেক অফিস। তার মধ্যে উদ্বেগ বাড়াল কলকাতা মেট্রো (Kolkata Metro)। লক্ষ্মীপুজোর দিন সাধারণ দিনের তুলনায় মেট্রো কম চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার কমবে মেট্রো (Kolkata Metro) সংখ্যা

সোমবার ব্লু লাইনে ৩৬ টি মেট্রো কম চলবে বলে জানিয়ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অন্যান্য দিনে ২৭২ টি মেট্রো (Kolkata Metro) চলে। সেখানে সোমবার পাওয়া যাবে ২৩৬ টি পরিষেবা। ব্লু লাইনে এদিন আপে ১১৮ টি এবং ডাউনে ১১৮ টি মেট্রো চলবে। প্রথম এবং শেষ মেট্রোর (Kolkata Metro) সময়সূচীতে অবশ্য কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Kolkata Metro less service on lakshmi puja

কখন মিলবে প্রথম পরিষেবা: এদিন নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৬ টা ৫০ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো (Kolkata Metro) পরিষেবা পাওয়া যাবে সকাল ৬ টা ৫৪ তে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৬ টা ৫৫ তে, মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৬ টা ৫৫ তে চলবে প্রথম মেট্রো।

আরও পড়ুন : অসমের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক, রাজার হালে কাটাতেন জীবন, ৫২ বছরে কত কোটির সম্পত্তি রেখে গেলেন জুবিন?

শেষ মেট্রো কখন মিলবে: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯ টা ২৮ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯ টা ৩৩ এ এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত রাত ৯ টা ৪৩ এ মিলবে শেষ মেট্রো (Kolkata Metro) পরিষেবা। যদিও এদিন ব্লু বাদে অন্য সব লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।

আরও পড়ুন : এক বর্ণও উদ্ধার করা সম্ভব হয়, ‘হয় স্পষ্ট করে লিখুন নয়তো…’, প্রেসক্রিপশন নিয়ে চিকিৎসকদের নির্দেশ হাইকোর্টের

লক্ষ্মীপুজোর দিন যাত্রী সংখ্যা তুলনামূলক ভাবে কম থাকায় ব্লু লাইনে পরিষেবা সামান্য কমলেও কোনও সমস্যা হবে না বলেই মন্তব্য করেন মেট্রোর এক আধিকারিক। যদিও দুর্গাপুজোর পর বেসরকারি অফিসগুলি খুলে যাওয়ায় যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।