শহরবাসীকে পুজোর উপহার, শীঘ্রই সুখবর দিতে চলেছে কলকাতা মেট্রো! কমবে যাত্রীদের দুর্ভোগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শহর কলকাতার বুকে একাধিক করিডোরে কাজ চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। তারই মধ্যে একটি জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোর। ইতিমধ্যেই, মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জোকা-এসপ্ল্যানেড (পার্পল লাইন) করিডোরের মাঝেরহাট মেট্রো স্টেশনের নির্মাণ কাজ পুরোদমে চলছে।

সব মিলিয়ে বলা যায়, প্রায় রেডিই মাঝেরহাট মেট্রো স্টেশন। এবার পুজোর আবহেই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক দুর্দান্ত খবর এল। মাঝেরহাট মেট্রো স্টেশন চালুর ডেডলাইন ২০২৩ সালের অক্টোবর মাস হতে পারে। অর্থাৎ পুজোর আগে বা পরের মধ্যেই মাঝেরহাটের ওপর দিয়ে ছুটতে পারে মেট্রো।

আরোও পড়ুন : শুধুমাত্র ইন্টারভিউতেই চাকরি, সুবর্ণ সুযোগ দিচ্ছে কলকাতা পুরসভা! তাড়াতাড়ি করুন আবেদন

এদিকে, মাঝেরহাট রেল স্টেশনের গাঁ ঘেঁষেই তৈরী হচ্ছে মেট্রো স্টেশন। ফলে, যারা লোকাল ট্রেন ও মেট্রোর আনন্দ নিতে চান তাঁরা ট্রেন থেকে নেমেই মেট্রোতে আবার মেট্রো থেকে নেমেই লোকাল ট্রেনে চড়তে পারবেন। সব মিলিয়ে বলা যায়, মাঝেরহাটের যারা নিত্যযাত্রী তাঁদের সোনায় সোহাগা হতে চলেছে।

আরোও পড়ুন : ডিসেম্বরই রাজ্যে ফের TET! প্রকাশ্যে এল তারিখ, পরীক্ষার খুঁটিনাটি সহ বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের

জানা গিয়েছে, নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। স্টেশনে কাঠামো সংক্রান্ত কিছু সামান্য কাজ বাকী আছে। পিভিসি শিট দিয়ে স্টেশনের ছাদ ঘিরে ফেলারও কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। যাত্রীদের সুবিধার্ধে লিফট এবং কনকোর্স থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত এসক্যালেটর বসানোর কাজ চলছে। অন্যদিকে চলছে এন্ট্রি ও এক্সিট পয়েন্টের কাজও।

whatsapp image 2023 09 09 at 5.49.19 pm sixteen nine

পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য ম্যুরাল ও পেইন্টিং বসানো হচ্ছে। প্ল্যাটফর্মের মেঝে তৈরি হচ্ছে গ্রানাইট দিয়ে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখন একেবারে শেষমুহূর্তের কাজ চলছে। এই রুট চালু হলে বেহালাবাসী খুব দ্রুত মেট্রোয় মাঝেরহাট পর্যন্ত এসে সেখান থেকে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X