আর চিন্তা নেই! এবার রাতে মেট্রো করেই ফিরতে পারবেন ঘরে, বদলাচ্ছে সময়সূচি! দেখুন টাইমটেবিল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল আমাদের শহর কলকাতায়। এরপর ধীরে ধীরে কলকাতা মেট্রো বিস্তার লাভ করেছে শহর থেকে শহরতলীতে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) একাধিক লাইন ছড়িয়ে পড়েছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে। ক্রমাগত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতায় মেট্রো একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে।

যারা রাত করে বাড়ি ফেরেন তাদের জন্য এবার বড় সুখবর আনল কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ৪০ মিনিটে। তবে এবার কলকাতা মেট্রো শেষ ট্রেন ছাড়ার সময় পরিবর্তন করতে চলেছে। শুক্রবার অর্থাৎ আজ থেকে পরীক্ষামূলকভাবে কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১ টায়।

আরোও পড়ুন : আসছে বদল! EPF অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর এবার নো চিন্তা! সহজেই নমিনির হাতে আসবে টাকা

করোনা মহামারীর আগে কবি সুভাষ ও দমদম মেট্রো স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৫৫ মিনিটে। তবে করোনা মহামারীর পর শেষ মেট্রোর সময়সীমা কিছুটা এগিয়ে আনা হয়। বর্তমানে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে।কলকাতা মেট্রো জানাচ্ছে, আজ থেকে পরীক্ষামূলকভাবে রাত ১১ টায় ছাড়া হবে শেষ মেট্রো। 

শুক্রবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এই সুসংবাদ। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এই যাত্রাপথে মেট্রো থামবে প্রত্যেকটি স্টেশনে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য খোলা থাকবে টিকিট কাউন্টার। সেখান থেকে যাত্রীরা স্বাভাবিক নিয়মেই টোকেন ও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। মেট্রো কর্তৃপক্ষের আশা এই উদ্যোগে বিপুল পরিমাণ যাত্রী উপকৃত হবেন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X