অফিসযাত্রীদের দুর্ভোগ! ব্যস্ত সময়ে থেমে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো

Updated on:

Updated on:

Kolkata Metro outage on Dakshineswar Noapara route during rush hour

বাংলা হান্ট ডেস্ক: দিন কয়েক হল আবার পুরোনো ছন্দে ফিরল মেট্রো (Kolkata Metro)। তবে পুজোর ছুটির পর আবার মঙ্গলবার সকালে দুর্ভোগের শিকারে পড়লেন ব্লু লাইনের মেট্রো যাত্রীরা। জানা যায় মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে আচমকাই থমকে যায় মেট্রো পরিষেবা। এর ফলে সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের।

ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রো বিভ্রাট (Kolkata Metro)

জানা যায় মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে হঠাৎ করে এই মেট্রো (Metro) চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ভোগান্তির মুখে পড়ে মেট্রো যাত্রীরা। তবে আপাতত নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা  পথেই চলছে এই মেট্রোরেল পরিষেবা (Kolkata Metro)।

Kolkata Metro outage on Dakshineswar Noapara route during rush hour

আরও পড়ুন: অজানা, রহস্যময়! পাহাড়, জঙ্গল, সমুদ্রের বাইরে এই ৩ জায়গা ট্র্যাভেলারদের জন্য

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে অনিবার্য কারণে ওই দুটি স্টেশনের মাঝে সাময়িকভাবে পরিষেবা বন্ধ করা হয়েছে। কি কারণ সেই বিষয়ে এখনও না জানা গেল মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপত্তি ঘটে।

প্রসঙ্গত, এই প্রথম নয় গত কয়েক মাস ধরেই কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে পাওয়া যাচ্ছিল। যার ফলে এই বিভ্রাট অনেকটা হলেও অভ্যস্ত হয়ে গিয়েছিল নিত্যযাত্রীরা। কারণ, ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষের মেট্রোর পিলার ফাটল দেখা দেওয়ায় সম্প্রতি ওই স্পেশালটি বন্ধ করে দেওয়া হয়। যার ফলে প্রান্তিক স্টেশন হিসেবে ধরা হয় শহীদ ক্ষুদিরামকে।

যদিও তারপরে ক্রমাগত ভোগান্তির স্বীকার বেড়েছে যাত্রীদের। কয়েক সপ্তাহ আগে ব্যস্ত সময় বারংবার বিভ্রাট দেখা দিচ্ছিল ব্লু লাইনে। কিন্তু পুজোর আগে বা পুজোর কয়েকদিন পর সেরকম কোন অভিযোগ করতে দেখা যায়নি। পরিষেবা স্বাভাবিক ছিল। কিন্তু ফের মঙ্গলবার এই সমস্যা হওয়ায় আবারও সমস্যার সম্মুখীন হলেন নিত্যযাত্রীরা (Kolkata Metro)।