অপেক্ষার অবসান! এবার বারাসাত-নোয়াপাড়ায় ছুটবে মেট্রো, দিনক্ষণ জানালেন রাজ্যের মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বাস, অটো নয়, নির্বিঘ্নে যাতায়াতের জন্য বহু মানুষের প্রথম পছন্দ মেট্রো (Kolkata Metro)। শিয়ালদহ-বনগাঁ শাখার ভিড় হ্রাস সহ বিমানবন্দর থেকে ১২ নম্বর জাতীয় সড়কের যানজটে লাগাম টানতে ২০১০-১১ সালে বড় ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসাত-নোয়াপাড়া মেট্রো তৈরির ঘোষণা করেন তিনি। এবার এই নিয়েই বড় আপডেট দিলেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ।

কবে শুরু হবে বারাসাত-নোয়াপাড়া মেট্রো (Kolkata Metro)?

সম্প্রতি নিজের জন্মদিনে প্রণবানন্দ শিল্প শিক্ষানিকেতনে হাজির হয়েছিলেন খাদ্যমন্ত্রী। সেখানে রথীন (Rathin Ghosh) বলেন, ‘বারাসাত নোয়াপাড়া মেট্রো, ভায়া বিমানবন্দর ট্রায়াল হয়েছে। বিটি কলেজ অবধি কাজ হচ্ছে। আশা করি ২০২৬ সালে বারাসাত অবধি মেট্রো আসবে। তাহলে নাগরিকদের আরও সুবিধা, উপকার হবে’।

জানা যাচ্ছে, বারাসাত-নোয়াপাড়া মেট্রো (Barasat Noapara Metro) রুট যদি শুরু হয়ে যায়, তাহলে রোজ প্রায় আড়াই লক্ষ মানুষ যাতায়াত করতে পারবেন। প্রস্তাবিত এই রেলপথ দু’ভাগে বিভক্ত বলে খবর। প্রথমটি নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও বিমানবন্দর অবধি প্রায় সাড়ে ৬ কিলোমিটার দৈর্ঘ্যের। এর মধ্যে নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দু’টি উত্তোলিত পথে, যশোর রোড ভূমিগত এবং বিমানবন্দর ভূগর্ভস্থ থাকবে।

আরও পড়ুনঃ রেজাল্ট দেওয়ার টাকাও নেই! অর্থের অভাবে ধুঁকছে প্রাথমিক বিদ্যালয়! কী বলছেন শিক্ষামন্ত্রী

অন্যদিকে এই মেট্রো (Kolkata Metro) রুটের দ্বিতীয় অংশটি বিমানবন্দর থেকে বারাসাত অবধি বিস্তৃত। এই রুটের দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। জমি সংক্রান্ত সমস্যার কারণে এই অংশে মেট্রোর কাজ করতে খানিক সমস্যা হয়েছিল।

kolkata metro

রিপোর্ট বলছে, নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবধি মেট্রোরেলের (Kolkata Metro) ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। বিমানবন্দর থেকে মাইকেলনগর অবধি মেট্রো সম্প্রসারণের কাজও প্রায় শেষের মুখে। এবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়ে দিলেন, আগামী ২ বছরের মধ্যে মেট্রো সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়ে যাবে। এই মেট্রো রুট শুরু হয়ে গেলে শহরবাসীর অনেক সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর