ভাইফোঁটায় ছুটির মুডে মেট্রো, একধাক্কায় ট্রেন কমল ৯০ টি! শেষ মেট্রো কখন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটা পরপর একের পর এক পার্বণে ছুটির আমেজেই রয়েছে সকলে। দুর্গাপুজোয় একটানা দুরন্ত পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তবে ভাইফোঁটার দিন খানিক তাল কাটল এই গণ পরিবহনে। অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো (Kolkata Metro) চলল ভাইফোঁটার দিন।

ভাইফোঁটার দিন কম থাকছে মেট্রো (Kolkata Metro) পরিষেবা

বৃহস্পতিবার ভাইফোঁটার দিন ব্লু এবং গ্রিন লাইনে কম ছিল মেট্রো সংখ্যা। অন্যান্য দিনগুলিতে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৭২ বার মেট্রো (Kolkata Metro) পরিষেবা মেলে। কিন্তু এদিন সেই সংখ্যা ছিল মাত্র ১৮২। একধাক্কায় ৯০ টি মেট্রো কমিয়ে দেওয়া হয়েছে এদিন। মূলত ভাইফোঁটা ছুটির দিন, স্কুল কলেজ থেকে অফিস কাছারি সব বন্ধ থাকার জন্যই মেট্রোতেও (Kolkata Metro) পরিষেবায় খানিক ঢিল পড়েছে বলে জানা যাচ্ছে।

Kolkata Metro reduced service on bhaiphota

কতগুলি মেট্রো চলছে: অন্যদিকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইনেও এদিন পরিষেবা কম। অন্যান্য সাধারণ দিনে ২২৬ টি মেট্রো চলে এই লাইনে। সেখানে ৭৮ টি কমে মাত্র ১৪৮ টি মেট্রো (Kolkata Metro) চলবে গ্রিন লাইনে। পরিষেবা এদিন কম থাকলেও শেষ মেট্রোর সময়সূচী অবশ্য পরিবর্তিত হচ্ছে না। তবে কেউ যদি তাড়াহুড়োয় থাকেন তবে মেট্রো পথে এদিন ভোগান্তি হতে পারে। কারণ একধাক্কায় মেট্রো (Kolkata Metro) সংখ্যা অনেকটা কমে যাওয়ায় অন্যান্য দিনের মতো ঘনঘন ট্রেন মিলবে না।

আরও পড়ুন : বছর শেষেই কি বিয়ের পিঁড়িতে বনি-কৌশানী? জল্পনার অবসান ঘটালেন পিয়া

ব্লু গ্রিন লাইনে কম পরিষেবা: যদিও মেট্রো (Kolkata Metro) পরিষেবা এদিন কমেছে শুধু ব্লু এবং গ্রিন লাইনেই। নোয়াপাড়া যে বিমানবন্দর, জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-বেলেঘাটা রুটে মেট্রো (Kolkata Metro) পরিষেবা থাকছে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক।

আরও পড়ুন : ট্রাম রাস্তা আটকে মেট্রোর কাজ! বেআইনি নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে উঠবে মামলা

প্রসঙ্গত, দুর্গাপুজোয় এবার টানা ডিউটি করেছে মেট্রো। পুজোর কয়েকটি দিন অতিরিক্ত মেট্রোর সঙ্গে রাতভর মিলেছে পরিষেবা। পাশাপাশি টুরিস্ট স্মার্ট কার্ডের জন্য যাত্রীদের ভিড়ও সামলানো গিয়েছিল সহজে।