ভোগান্তি চরমে ব্লু লাইনে, বুধবার থেকেই বদল, দমদম-শহিদ ক্ষুদিরাম রুটে শেষ মেট্রো নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ফের বড়সড় বদল কলকাতা মেট্রোতে (Kolkata Metro)। একদিকে যখন বিভিন্ন রুটে নতুন লাইনে মেট্রো পরিষেবা চালু হচ্ছে, সেখানে এবার ব্লু লাইনে মেট্রো পরিষেবা নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। এক বছর চলতে না চলতেই বন্ধ হয়ে যাচ্ছে ব্লু লাইনের রাত্রীকালীন মেট্রো পরিষেবা। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই বেশি রাত পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ করে দেওয়া হচ্ছে রাতের মেট্রো।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে শেষ মেট্রোয় (Kolkata Metro) বড় বদল

৩ রা সেপ্টেম্বর থেকেই ফের বন্ধ হয়ে যাচ্ছে দমদম থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইনের রাতের মেট্রো (Kolkata Metro) পরিষেবা। গত বছর জুন মাসে মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়েছিল, রাত ৯ টা ৪৫ মিনিটের পরিবর্তে ব্লু লাইনে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ১১ টায়। সে সময় দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে শেষ একজোড়া মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।

Kolkata Metro to stop night special metro service in blue line

বিশেষ মেট্রোর ব্যবস্থা ছিল রাতে: ওই ঘোষণার কিছুদিন পর ফের রাতের মেট্রোর (Kolkata Metro) সময়সূচী বদল করে কর্তৃপক্ষ। অতিরিক্ত খরচ অথচ সেই তুলনায় খুব কম আয়ের কথা বলে শেষ মেট্রোর সময় ২০ মিনিট কমিয়ে রাত ১১ টার বদলে রাত ১০ টা ৪০ মিনিটে করা হয়। কিন্তু শেষ মেট্রোয় (Kolkata Metro) যাত্রী হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন কর্তৃপক্ষ। ‘ক্ষতিপূরণ’ করতে গিয়ে রাতের বিশেষ মেট্রোর ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেসময় বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন, যেহেতু খুব কম সংখ্যক যাত্রী শেষ মেট্রোর (Kolkata Metro) পরিষেবা নেন, তাই বিশেষ মেট্রোর জন্য যে কোনও দূরত্বের টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা ‘চার্জ’ যোগ করা হবে।

আরও পড়ুন : ৩ বছর পেরিয়ে হঠাৎ ভোলবদল, বাদ দিব্যজ্যোতি, নতুন নায়ক-নায়িকা নিয়ে শুরু ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২?

যাত্রীদের অভিযোগ ছিল পরিষেবা নিয়ে: যদিও অতিরিক্ত ভাড়া দিয়েও রাতের এই বিশেষ মেট্রো (Kolkata Metro) নিয়ে তেমন খুশি ছিলেন না যাত্রীরা। এর অন্যতম কারণ ছিল, রাতের শেষ মেট্রো এবং বিশেষ মেট্রোর মধ্যে সময়ের ফারাক। ব্লু লাইনের দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯ টা ৪৫ এ। আর তারপর বিশেষ মেট্রো (Kolkata Metro) আসে রাত ১০ টা ৪০ এ। অর্থাৎ শেষ মেট্রো না পেলে আরও প্রায় এক ঘন্টা বিশেষ মেট্রোর (Kolkata Metro) জন্য অপেক্ষা করতে হত যাত্রীদের! আর মধ্যবর্তী কোনও স্টেশন হলে সময়টা বাড়ত আরও।

আরও পড়ুন : আরও কড়াকড়ি হয়েছে নিয়মের, এই কর্মটি করলেই বাতিল হয়ে যাবে গোটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

যাত্রীদের অভিযোগ সত্ত্বেও অবশ্য সময়সূচী বদল করেননি মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তাই বলে রাতের বিশেষ মেট্রোর পরিষেবা যে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে তা ভাবতে পারেননি অনেকেই। উল্লেখ্য, রাতের শেষ মেট্রোর সময় আরও বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়ে জনস্বার্থ মামলাও হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সময় বৃদ্ধি পাওয়ার পরিবর্তে বিশেষ মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধই করে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।