হাওড়া–সেক্টর ফাইভ মেট্রোতে বড়সড় পরিবর্তন! নতুন সময়সূচি না জানলে বিপদ

Published on:

Published on:

Kolkata Metro warning for office commuters metro timings have changed
Follow

বাংলা হান্ট ডেস্ক: মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। ১৫ ডিসেম্বর থেকে গ্ৰিন লাইনে মেট্রো পরিষেবায় আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গ্ৰিন লাইনে মোট ২২৮ টি মেট্রো পরিষেবা চালানো হবে। এর ফলে নিত্যযাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

অফিসযাত্রীদের সতর্কতা, মেট্রোর সময় বদল (Kolkata Metro)

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বর থেকে সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন হাওড়া ময়দান স্টেশন এর শেষ মেট্রো ছাড়বে ১০:৫ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত চলবে। এর ফলে যাত্রীরা অতিরিক্ত সুবিধা পাবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া এতদিন গ্রিনলাইনে মেট্রো চলাচল করতো ২২৬ টি। সেখানে মেট্রো সংখ্যা বাড়িয়ে করা হল ২২৮ টি।

Kolkata Metro warning for office commuters metro timings have changed

আরও পড়ুন: শীতের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? রইল পাহাড়, সমুদ্র আর জঙ্গলের সেরা অফবিট ঠিকানা

এছাড়ো সোমবার থেকে শনিবার পর্যন্ত যেখানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী প্রথম মেট্রো ছাড়তে ৬:৩০ মিনিটে। সেটি এখন ছাড়বে ৬:৪৫ মিনিটে। তবে শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতেও আনা হয়েছে বেশ কিছু রদবদল। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে ৯:৪৭ মিনিটের পরিবর্তে ৯:৫৫ মিনিটে।

এছাড়াও, রবিবার পরিষেবাতেও থাকছে চমক। কারণ, ঐদিন সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৯:২ মিনিটে ছাড়বে। পাশাপাশি হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫কে আমি প্রথম মেট্রো ছাড়বে ৯টায়।

এছাড়া রবিবার শেষ মেট্রো (Kolkata Metro) ছাড়বে ৯:৫৫মিনিটে। এবং অন্যদিকে নতুন করে হাওড়া থেকে সেন্ট্রাল পার্কের শেষ মেট্রো পাওয়া যাবে ১০: ৫ মিনিটে। আর এই যাত্রাপথের সময়সীমা পরিবর্তন করার ফলে মেট্রো কর্তৃপক্ষ আশা করছে পরিষেবা আরও ভালো হবে। পাশাপাশি যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ পূর্ণ হবে।