নাইটদের ম্যাচে রাত ১২টাতেও পাওয়া যাবে মেট্রো, কখন-কোথা থেকে ছাড়বে? দেখুন সময়সূচি

বাংলা হান্ট ডেস্ক : বেজে গেছে বিশ্বের সবচেয়ে বড় প্রিমিয়ার লিগ ‘IPL এর দামামা। আইপিএল (Indian Premier League) শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। এরপর শনিবার ইডেনে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে সামনাসামনি হবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। যত সময় বাড়ছে ততই বাড়ছে ম্যাচ নিয়ে উত্তেজনা। টিকিটের চাহিদাও এখন তুঙ্গে।

তবে উৎসাহের পাশাপাশি রয়েছে উদ্বেগও। খেলা তো দেখা হবে তবে বাড়ি ফেরা হবে কীভাবে? যারা পাবলিক ট্রান্সপোর্টের ভরসায় রয়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ। তবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) এই সিদ্ধান্তে আশ্বস্ত হতে পারেন তারা। আইপিএল-র সূচনার দিন ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী শুক্রবার IPL এর উদ্বোধন এবং শনিবারই ইডেনে নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ নাগাদ, খেলা শেষ হতে হতে বাজবে প্রায় ১১টা। এমন পরিস্থিতিতে এই মেঘ বাদলের আবহে ক্রিকেটপ্রেমীরা বাড়ি ফিরবেন কীভাবে? মূলত সেইসব খেলাপ্রেমীদের কথা মাথায় রেখেই শনিবার অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : পাকিস্তানে বড় হামলা, চীনা ইঞ্জিনিয়াদের উপর এলোপাথাড়ি গুলি-বোমা! আতঙ্কে গোটা দেশ

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শনিবার এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ পর্যন্ত দুটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। এইদিন মেট্রো প্রতিটি স্টেশনেই থামবে বলে জানিয়েছেন তিনি। খোলা থাকবে স্টেশনের টিকিট কাউন্টারও। মেট্রো ছাড়বে ১২টা বেজে ১৫ মিনিটে‌। এবং গন্তব্যে পৌঁছাবে ১২টা বেজে ৪৮মিনিটে।

kolkata metro

যাতে কারোরই মেট্রো মিস না হয় সেই কারণে অতিরিক্ত এক ঘন্টা সময় রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। এখানে আগাম জানিয়ে রাখা ভালো যে, আগামী ২৯ তারিখ, গুড ফ্রাইডে উপলক্ষে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রো কিছুটা কম থাকবে। আপ-ডাউন লাইনে মোট ২৩৪টি মেট্রো চলবে সেদিন। তাই ঐদিন নিত্যযাত্রীরা একটু হাতে সময় নিয়ে বাইরে বের হবেন।

 

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর