বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাস্তায় রোজকার সাফাইয়ের কাজ বারবার আটকে যাচ্ছিল। অভিযোগ উঠছিল, রাস্তার ধারে দীর্ঘক্ষণ পার্ক করে রাখা গাড়ির কারণেই ঠিকমতো কাজ করতে পারছেন না পুরসভার সাফাইকর্মীরা। শেষ পর্যন্ত সেই অভিযোগ সরাসরি পৌঁছয় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে। অভিযোগ শোনার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। আর তার পরেই শহরের রাস্তায় পার্কিং নিয়মে কড়া বদলের পথে হাঁটল পুরসভা (Kolkata Municipal Corporation)।
সকাল ৭টা থেকে ৯টা, রাস্তায় পার্কিং নয়
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতার কোনও রাস্তায় গাড়ি পার্ক করে রাখা যাবে না। বিশেষ করে যে সব গাড়ি দিনের পর দিন রাস্তার ধারে পড়ে থাকে, সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এই সময়েই শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত সাফাইয়ের কাজ চলে।
পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনেই উঠেছিল বিষয়টি
কিছু দিন আগেই পুরসভার (Kolkata Municipal Corporation) মাসিক অধিবেশনে রাস্তা সাফাই নিয়ে একই সমস্যা তুলে ধরেছিলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়। পুরসভা সূত্রে জানা যায়, সেই আলোচনার পর থেকেই বিষয়টি গুরুত্ব পায়। তবে ‘টক টু মেয়র’ কর্মসূচিতে সরাসরি অভিযোগ ওঠার পর দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাস্তব পদক্ষেপ শুরু হয়।
পুলিশি সহযোগিতায় প্রক্রিয়া এগোচ্ছে
মেয়রের (Firhad Hakim) নির্দেশে পুরো বিষয়টি এগিয়ে নিয়ে যাচ্ছেন পুর কমিশনার সুমিত গুপ্তা। নতুন নিয়ম কার্যকর করতে লালবাজারের সহযোগিতা চেয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে চিঠি পাঠিয়েছে পুরসভা। চিঠি পাঠানোর পর মেয়র ও পুলিশ কমিশনারের মধ্যে ফোনে কথা হয়। সিদ্ধান্ত হয়েছে, থানাভিত্তিক বৈঠকের মাধ্যমে কলকাতা পুলিশ পুরসভাকে পুরো প্রক্রিয়া ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি জানিয়ে দেবে।
পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে জানা যায়, এই পদক্ষেপ বাস্তবায়নে আইনি ভাবে কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ দিন ধরে যে সব গাড়ি রাস্তার ধারে পড়ে রয়েছে, সেগুলি সরাতে পুলিশি সহায়তায় কড়া নির্দেশ দেওয়া হবে।
প্রসঙ্গত, শহরের বহু এলাকায় মাসের পর মাস রাস্তার ধারে পরিত্যক্ত গাড়ি পড়ে থাকতে দেখা যায়। অনেক ক্ষেত্রে থানার সামনেও এমন গাড়ি পড়ে থাকার ছবি সামনে এসেছে। এই সব গাড়ির নীচে ময়লা জমে, ফলে রাস্তা পরিষ্কার করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার অনেক ফ্ল্যাট বা বাড়ির সামনে সারা বছর গাড়ি পার্ক করা থাকে, যার ফলে ঝাড়ুদারেরা কাজে নামতেই পারেন না।

আরও পড়ুনঃ একাধিক বুথে অস্বাভাবিক ছবি! ২০০২-এ নাম না থাকা ভোটার বেশি, কমিশনের নির্দেশে ফের যাচাই শুরু BLO-দের
এই পরিস্থিতি বদলাতে পুরসভা (Kolkata Municipal Corporation) খুব শিগগিরই প্রচার শুরু করবে। শহরবাসীকে জানানো হবে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাস্তা সাফাই চলবে, তাই ওই সময় গাড়ি সরিয়ে রাখতে হবে। পুরসভার এক শীর্ষ আধিকারিকের কথায়, “পুলিশের সাহায্য চাওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে যে গাড়িগুলি পড়ে আছে, সেগুলি সরাতে নির্দেশ দেওয়া হবে।” নগরজীবনের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে এবং পরিচ্ছন্ন কলকাতা গড়ে তুলতে পুরসভার এই কড়া উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।











