বিপদসীমার উপরে ধাপা, যে কোনও সময় ঘটতে পারে বিপর্যয়! আরও ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ পুরসভার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : চাপ বাড়ছে ধাপার উপরে। তাই আবর্জনা ফেলার নতুন জায়গা খুঁজতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ধাপার পাশাপাশি নতুন একটি ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে এবার প্রায় ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। ধাপার পাশেই গড়ে উঠতে চলেছে এই নতুন ডাম্পিং গ্রাউন্ড। মূলত ধাপার উপর থেকে চাপ কমাতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকাঠামো গড়ে তুলতেই এই নতুন জায়গার ব্যবস্থা করা হয়েছে।

নতুন ‘ধাপা’ তৈরিতে আরও কৃষিজমি অধিগ্রহণ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation)

নতুন ল্যান্ডফিল সাইট থেকে ধাপার সম্প্রসারণের কাজে ব্যবহৃত হবে এই নতুন জমি। প্রশাসন সূত্রে খবর, ধাপে ধাপে ওই নতুন জমিতে বেড়া দেওয়া শুরু করেছে পুরসভা। কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে দিন প্রতি ১৫০০ টন বর্জ্য থেকে সার, প্লাস্টিকজাত দ্রব্য এবং সিএনজি উৎপাদন করতে পারে। তবে ভবিষ্যতে সেই ক্ষমতা বাড়িয়ে ২৫০০ টন করা হবে বলে পরিকল্পনা পুরসভার (Kolkata Municipal Corporation)।

Kolkata municipal corporation planning to start new dumping ground

কী কী তৈরি হবে নতুন জমিতে: এই ৭৩ হেক্টর জমিতে নতুন রিসাইক্লিং ইউনিট স্থাপন করা হবে বলে খবর। এক পুরকর্তা আরও জানান, পুরসভা (Kolkata Municipal Corporation) অধিগৃহীত জমিতে মেটেরিয়াল রিকভারি প্ল্যান্ট, সিএনজি এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। বর্জ্য থেকে সার প্রস্তুতকারী একটি প্ল্যান্টও স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে খবর। তবে নতুন জমিতে এই প্রকল্প দ্রুত গড়ে তোলা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : ট্রাম রাস্তা আটকে মেট্রোর কাজ! বেআইনি নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে উঠবে মামলা

ধারণক্ষমতা ছাপিয়ে গিয়েছে ধাপার: বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০০ টন বর্জ্য জমা হচ্ছে ধাপায়। কিন্তু এই পরিমাণ ধাপার ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ। পুরসভার (Kolkata Municipal Corporation) ১৪৪ টি ওয়ার্ড থেকে প্রায় ৪৫০০ টন বর্জ্য জমা হয় এখানে। সঙ্গে সল্টলেক, নিউটাউন, পানিহাটি থেকে আরও ৫০০ টন বর্জ্য আসে। এদিকে হাওড়া থেকেও শীঘ্রই ৩০০ টন বর্জ্য আরও যুক্ত হবে বলে খবর।

আরও পড়ুন : ভাইফোঁটায় ছুটির মুডে মেট্রো, একধাক্কায় ট্রেন কমল ৯০ টি! শেষ মেট্রো কখন?

এমতাবস্থায় পরিবেশবিদরা বলছেন, ধাপার সময়মতো সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণ না হলে বড় কোনও বিপর্যয় ঘটতে পারে। রাজ্য সরকারকে ধাপার ধারণক্ষমতা নিয়ে রিপোর্টও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে নতুন কৃষিজমি অধিগ্রহণের পর মোট ৮৮৩ জন কৃষককে তিন দফায় ক্ষতিপূরণের চেক দেওয়া হবে বলে খবর। এর মধ্যে ২৫০ জন কৃষক পেয়ে গিয়েছেন ক্ষতিপূরণ। এই বাবদ মোট ৫৫ কোটি টাকা প্রয়োজন হবে।