বাংলা হান্ট ডেস্কঃ গত বছর গার্ডেনরিচ কাণ্ডের পর ফের একবার শিরোনামে উঠেছিল বেআইনি নির্মাণ (Illegal Construction)। সেখানে একটি নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। এরপর থেকে অবৈধ নির্মাণ রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এবার আরও একটি পদক্ষেপের কথা জানা গেল।
অবৈধ নির্মাণে লাগাম টানতে ফের বড় পদক্ষেপ কেএমসির (Kolkata Municipal Corporation)!
গত বছর ডিসেম্বর মাসে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছিল, তৈরি বাড়ি কিংবা ‘রেডি টু মুভ’ ফ্ল্যাটের ক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট তথা সিসি বা অকুপেন্সি সার্টিফিকেট তথা ওসি না দেখে ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠান ঋণ অনুমোদন করতে পারবে না।
ওই একই রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সিসি যদি না থাকে তাহলে জল, বিদ্যুৎ ও নিকাশি সংযোগ দেওয়া যাবে না। ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সের জন্যেও বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম। এবার সূত্র মারফৎ জানা যাচ্ছে, শহরে আনাচে কানাচে বেআইনি নির্মাণ গজিয়ে ওঠা আটকাতে সুপ্রিম কোর্টের ওই রায়কেই কাজে লাগাতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
আরও পড়ুনঃ শান্তনু-আরাবুলকে বহিষ্কার! কেন এই সিদ্ধান্ত? অবশেষে জানালেন শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য ফিরহাদ
এবার থেকে সিসি বা ওসি না দেখাতে পারলে মিলবে না জল, নিকাশির স্থায়ী সংযোগ। সেই সঙ্গেই পাওয়া যাবে না বিদ্যুৎ সংযোগও। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘এবার থেকে জল, নিকাশির স্থায়ী সংযোগের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট’।
এই বিষয়ে পুরসভা সূত্রে জানা যাচ্ছে, সিসির আবেদন জানানো হয়েছে, একথা বলে ফ্ল্যাট কিংবা বাড়ি তৈরির সময় জল, বিদ্যুৎ ও নিকাশির যে অস্থায়ী সংযোগ নেওয়া হয়, পরে অনেকেই তা সারেন্ডার করেন না। অনেকসময় আবার দেখা যায়, প্ল্যানের সঠিক অনুমোদন ছাড়াই গজিয়ে উঠেছে আবাসন। সেক্ষেত্রে কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার কথা নয়। তবে অস্থায়ী সংযোগ দিয়েই দিনের পর দিন ধরে কাজ চলতে থাকে।
কয়েকটি ক্ষেত্রে আবার ঠিকাদারদের সঙ্গে পুরসভার কর্মীদের একাংশের জড়িয়ে থাকার অভিযোগও সামনে আসে। সেদিকে নজর রেখে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। এতদিন সিসি বা ওসি না নিয়ে বেআইনিভাবে নির্মাণ চলছিলই। তবে এবার তাতে লাগাম টানতে জল, বিদ্যুৎ ও নিকাশির সংযোগের ক্ষেত্রে সিসি বাধ্যতামূলক করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে অবৈধ নির্মাণ শনাক্তকরণ আরও সহজ হবে বলে মনে করছেন পুর আধিকারিকদের একাংশ।