বাংলাহান্ট ডেস্কঃ প্রথম বারের মত কলকাতা পুরসভায় (Kolkata municipal Corporation) প্রশাসক( Administrator) নিয়োগ হতে পারে। আগামীকাল ৭ মে কলকাতা পুরসভার মেয়াদ হবে। করোনা ( corona virus) পরিস্থিতির কারনে এই মুহুর্তে ভোট করাবার উপায় নেই। কবে ভোট করানো যাবে তাও বলা সঙ্গে সম্ভব নয়। তাই সকল দিক বিচার করে আজই প্রশাসক নিয়োগ এর সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজই।
কলকাতা পুরসভার বর্তমান মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সম্ভবত হতে চলেছেন কলকাতা পুরসভার প্রশাসক। অন্যান্য মেয়র পরিষদের সদস্যরাও থাকছেন বোর্ডে। ১৯৮০ সালে তৈরি কলকাতা পুরসভার আইনে এমন কিছু না থাকলেও সংবিধান অনুযায়ী আপতকালীন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেবার অধিকার রাজ্য সরকারের আছে।
এপ্রিলের মাঝামাঝি নাগাদ কলকাতা পুরসভার পুরভোট এর প্রস্তাব ছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু করোনা মার্চে করোনা সংক্রমণ দেশজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে। মারণ ভাইরাসের জেরে দেশজুড়ে ২৪ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। পরিস্থিতি বিচার করে, সবকটি রাজনৈতিক দল পুরভোট স্থগিত করার পক্ষে সওয়াল করে। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনার পর নির্বাচন কমিশনও পুরভোট স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়।
ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৯২২ সালে গণতান্ত্রিক সায়ত্ত্বশাসন সংস্থা হিসেবে কলকাতা পৌরসংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ ও ১৯৫৬ সালে দুই বার কর্পোরেশন আইন সংশোধন করা হয়েছিল। বর্তমান পৌরসংস্থাটি ১৯৮০ সালের সংশোধিত পৌর আইনের ভিত্তিতে পরিচালিত হয়।