বাংলাহান্ট ডেস্কঃ কলকাতা পুরসভা (kolkata municipality) জানিয়েছে, এবার থেকে ট্রেড লাইসেন্সিং (Trade Licence) সংক্রান্ত সমস্ত কাজই হবে অনলাইনে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যু করার পাশাপাশি পুরোনো ট্রেড লাইসেন্সও। কলকাতা পুরসভা জানিয়েছে, কাগজপত্র সঠিক থাকলে ২৪ ঘন্টারও কম সময়ে মিলবে লাইসেন্স। বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এই অনলাইন পরিষেবা।
পুরসভা সূত্রে জানা যাচ্ছে যে, একবার আইডি কার্ড, ব্যবসায়িক প্রমাণ ও অন্যান্য নথি জমা দেওয়া হলে আবেদনটি সাথে সাথেই যাচাই প্রক্রিয়া শুরু হবে। যদি ব্যবসায়ের সাথে সম্পর্কিত নথিপত্র নির্ভুল হয় তবে ট্রেড লাইসেন্স পাওয়া যাবে ২৪ ঘন্টার মধ্যেই। জানা যাচ্ছে, কিছুদিন আগেই কেএমসি প্রশাসক বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
অতীতে বেশ কিছু প্রতারক ট্রেড লাইসেন্স দেওয়ার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের থেকে বেআইনি ভাবে টাকা নিয়ে প্রতারণা করেছে। এই অনলাইন সিস্টেমটি মধ্যস্বত্বভোগী র্যাকেটকে শেষ করে দেবে যা বেশ কিছুদিন ধরে কলকাতায় সক্রিয় ছিল।
অফলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অনেক সময়েই অসুবিধায় পড়তে হয় ব্যাবসায়ীদের। এই সুযোগের সুবিধা নিয়েই শহরে জাল বিস্তার করেছে প্রতারণা চক্র।অনলাইন সিস্টেমটি ব্যাবসার জন্য প্রয়োজনীয় লাইসেন্স থেকে পাওয়ার ঝামেলা মুক্ত করবে ব্যাবসায়ীদের।
গত বছর, কেএমসি সম্পত্তি-মিউটেশন প্রক্রিয়াটিকে ফার্স্ট-ট্র্যাক অ্যাপ্লিকেশনগুলিতে ডিজিটালাইড করেছে। পাশাপাশি লোকদের জন্য কর প্রদান এবং কিছু দিনের মধ্যে মিউটেশন শংসাপত্র গ্রহণ করা আরও সুবিধাজনক করে তুলেছে।